#মুম্বই: বলিউডে দুটি প্রশ্নের এখনও উত্তর পাওয়া যায়নি। এক, সলমন খান (Salman Khan) কি বিয়ে করবেন না? দুই, সলমন কেন এখনও বিয়ে করছেন না? অভিনেতার ব্যক্তিগত জীবন নিয়ে কম আলোচনা হয় না। সম্প্রতি সলমনের বোনের স্বামী আয়ুষ শর্মা (Ayush Sharma) সলমনের বিয়ে নিয়ে খোলামেলা কথা বললেন। জানালেন কেন এখনও সলমন খান বিয়ে করছেন না।
সলমনের বোন অর্পিতা খানকে বিয়ে করেছেন আয়ুষ। তিনি জানাচ্ছেন, সলমনের কাজের ধরন এমন যে তাঁর বিয়ে করার সময়ই নেই। সলমনের জীবনে বহু মহিলা এসেছেন। বহু গুঞ্জন ছড়িয়েছে। কিন্তু এখনও অবিবাহিত তিনি। অভিনেতা নিজেও কখনও এই প্রশ্নের সদুত্তর দেননি।
আরও পড়ুন- দানবের মতো অভিনেতা দেবাশিস! 'মন্দার'-এর প্রশংসায় মাতলেন পরিচালক অনির্বাণ
আয়ুষ বলছেন, "সলমনের (Salman Khan) সঙ্গে আমি কখনও ওর বিয়ে নিয়ে কোনও কথাই ওঠাইনি। যে ভাবে আমি ওঁকে জীবন যাপন করতে দেখি, যেভাবে তিনি কাজ করেন, তা আমার মনে হয় না, ওর বিয়ে করার সময় আছে। কিন্তু যেভাবেই হোক, সুখে আছেন সলমন। তিনি নিজেই নিজের সিদ্ধান্ত নেবেন।"
আরও পড়ুন - প্রকাশ্যে রাখি সাওয়ান্তের বরের পরিচিতি! কীভাবে আলাপ হয়েছিল, জানালেন ঋতেশ
সলমন খানের (Salman Khan) সঙ্গে অভিনেত্রী সঙ্গীতা বিজলানির সম্পর্ক এক সময়ে বহুল চর্চিত ছিল। বহু দিন সম্পর্কে ছিলেন। বিয়ে অবধি এগিয়েছিল কথাবার্তা। কিন্তু শেষ পর্যন্ত সম্পর্ক ভেঙে যায়। ক্রিকেটার মহম্মদ আজহারউদ্দিনকে বিয়ে করেন সঙ্গীতা। বলিউড থেকেও বিদায় নেন তিনি। তবে বর্তমানে দুজনের মধ্য়ে স্বাভাবিক সম্পর্ক আছে। দুজনের মধ্যে বন্ধুত্ব আছে বলেও এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন সলমন।
একবার কফি উইথ করণ-এ সঙ্গীতা সম্পর্কে সলমন বলেছিলেন, "একটা সময় ছিল যখন সত্যিই আমি বিয়ে করতে চেয়েছিলাম। কিন্তু সম্পর্কটা থাকেনি। আমি সব সময়েই চেয়েছি। অন্যরা পিছিয়ে গিয়েছে। সঙ্গীতার সময়ে বিয়ের কার্ডও ছাপা হয়ে গিয়েছিল।" বলিউডে গুঞ্জন আছে যে বর্তমানে গায়িকা ইউলিয়া ভান্তুরের সঙ্গে সম্পর্কে রয়েছেন সলমন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bollywood, Salman Khan