• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • আদিত্যর ঠোঁটে আলিয়ার ঠোঁট, সড়ক ২-এর গানে উত্তাল প্রেম

আদিত্যর ঠোঁটে আলিয়ার ঠোঁট, সড়ক ২-এর গানে উত্তাল প্রেম

ইতিমধ্যেই ইন্টারনেটে মুক্তি পেয়েছে মহেশ ভাটের নতুন ছবি সড়ক ২-এর ট্রেলার ৷

ইতিমধ্যেই ইন্টারনেটে মুক্তি পেয়েছে মহেশ ভাটের নতুন ছবি সড়ক ২-এর ট্রেলার ৷

ইতিমধ্যেই ইন্টারনেটে মুক্তি পেয়েছে মহেশ ভাটের নতুন ছবি সড়ক ২-এর ট্রেলার ৷

 • Share this:

  #মুম্বই: ইতিমধ্যেই ইন্টারনেটে মুক্তি পেয়েছে মহেশ ভাটের নতুন ছবি সড়ক ২-এর ট্রেলার ৷ সুশান্তের মৃত্যুর সঙ্গে জড়িয়ে মহেশ ভাটের এই ছবি নিয়ে বিতর্ক তুঙ্গে ৷ কারণ, এই ছবিতে নাকি কাজ করার কথা ছিল সুশান্তের ৷ সুশান্তকে সরিয়েই নাকি এই ছবিতে এন্ট্রি নিয়েছেন আদিত্য রয় কাপুর ৷ তবে এই অভিযোগকে একেবারেই ভ্রান্ত বলে জানিয়েছেন মহেশ ৷ তবুও এই রটনার চক্করে পড়ে সড়ক ২ ইউটিউবে সবচেয়ে অপছন্দের ট্রেলার হিসেবে চিহ্নিত !

  সড়ক ২ ঘোষণা হওয়ার পর দর্শকরা স্বাগত জানিয়েছিলেন ১৯৯১ সালের হিট ছবি সড়ক-এর এই সিকোয়েলকে ৷ তবে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুকে কেন্দ্র করে যেভাবে মহেশ ভাট, আলিয়া ভাট সোশ্যাল মিডিয়ায় বিতর্কে পড়েছেন, তারই ফলস্বরূপ এই ডিসলাইক ৷ নানা বিতর্কের মাঝেই এবার মুক্তি পেল সড়ক ২-এর নতুন গান ‘তুম সে হি’ ৷ গানে প্রকাশ পেল আলিয়া ও আদিত্য-র জব্বর প্রেম ৷ গানটি গেয়েছেন অঙ্কিত তিওয়ারি ও লীনা বসু ৷ এর আগে সড়ক ২ -এর একটি গান নিয়েও তুমুল বিতর্ক শুরু হয় ৷ সড়ক ২ -এর ইশক কামাল গানটি নাকি পাকিস্তানি একটি গান থেক একেবারে কপি পেস্ট ৷ আর তা নিয়েই সোশ্যাল মিডিয়ায় অভিযোগ তুলেছিলেন পাকিস্তানের শিল্পী ৷ ড়ক ২ ছবির ট্রেলার মুক্তি হওয়ার পর থেকেই বলিউডে শোরগোল ৷ এই ছবি ইউটিউবে রেকর্ড সংখ্যক ডিসলাইক পায় ৷ আর তারপর থেকেই নড়ে বসেন মহেশ পরিবার ৷ ছবিটি হটস্টার-ডিজনিতে মুক্তি পাচ্ছে ২৮ অগাস্ট ৷
  Published by:Akash Misra
  First published: