কলকাতা : ‘‘কে আমাকে যেতে দিল, সেটা বিষয় নয় ৷ প্রশ্ন হল, কে আমাকে আটকাতে যাচ্ছে ?’’ লেখিকা Ayn Rand-এই লাইনকেই ক্যাপশন হিসেবে ব্যবহার করেছেন সায়নী ঘোষ(Saayoni Ghosh) ৷ সঙ্গে শেয়ার করেছেন নিজের একটি ঝকঝকে ছবি ৷ সরু জরির পাড়ের বেগুনি আভা-সহ নীলশাড়ি পরনে ৷ উঁচু করে বাঁধা চুলের সঙ্গে সপ্রতিভ সায়নীর চোখ ঢাকা বড় রোদচশমায় ৷ বোঝাই যাচ্ছে গাড়িতে তিনি কোথাও কাজে যাচ্ছেন ৷
ছবির সঙ্গে ক্যাপশনের জায়গায় নজর কেড়েছে রুশ-আমেরিকান লেখক ও দার্শনিক অ্যানের বেস্টসেলার ‘দ্য ফাউন্টেনহেড’-এর এই লাইনটিও ৷ রবিবার শেয়ার করা ছবিটিতে এক দিনেরও কম সময়ে ভালবাসা ও ভাললাগার প্রতিক্রিয়া এসেছে ৩৯ হাজারের বেশি ৷ সঙ্গে অসংখ্য মন্তব্য ৷ শেয়ার করা হয়েছে ২৫৯ বার ৷
এ বছর বিধানসভা কেন্দ্রে আসানসোল দক্ষিণ কেন্দ্রে থেকে অগ্নিমিত্রা পলের কাছে পরাজিত হলেও সায়নীর উপর ভরসা রেখেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ গত ৫ জুন তাঁকে যুব তৃণমূল সভানেত্রীর পদের দায়িত্ব অর্পণ করা হয় ৷ অভিনেত্রী-রাজনীতিক সায়নী জানিয়েছেন তিনি যুব তৃণমূলের সংগঠনকে আরও মজবুত করে তুলবেন ৷ কিছুদিনের মধ্যেই শুরু করবেন জেলাসফর ৷
সায়নী সামাজিক মাধ্যমে খুবই সক্রিয় ও জনপ্রিয় ৷ যুব তৃণমূল সভানেত্রী হিসেবে তাঁর বিভিন্ন কর্মসূচি শেয়ার করেন তিনি ৷ তাঁর নিজের কাজের বাইরে রাজ্যের বিভিন্ন জেলা জুড়ে যুব তৃণূলের বিভিন্ন কাজের ছবি ও তথ্যও পোস্ট করেছেন তিনি ৷ নিজের মেন্টর হিসেবে সায়নী সম্প্রতি ধন্যবাদ জানিয়েছেন রাজ চক্রবর্তীকে ৷ ইতিমধ্যেই ব্যারাকপুরের তারকা বিধায়ক রাজ তৃণমূল ভবনে এসে দেখা করেছেন সায়নীর সঙ্গে ৷ তাঁর সঙ্গে সাক্ষাৎ করে গিয়েছেন বিধায়ক জুন মাল্য, মদন মিত্র এবং অভিনেত্রী তথা তৃণমূলের সদস্য মানালি দে-ও ৷ পুরনো পোস্টগুলির মতো সায়নীর সাম্প্রতিক ছবিতেও অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন অসংখ্য নেটিজেন৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Saayoni Ghosh