corona virus btn
corona virus btn
Loading

বাহুবলীর চেয়েও বড় বাজেটের ছবিতে প্রভাস, শুধু স্টান্ট সিনের জন্যই খরচ ৯০ কোটি টাকা

বাহুবলীর চেয়েও বড় বাজেটের ছবিতে প্রভাস, শুধু স্টান্ট সিনের জন্যই খরচ ৯০ কোটি টাকা
সাহো ছবিতে প্রভাস ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
  • Share this:

#মুম্বই: বাহুবলী ১ এবং ২ বক্স অফিসে অসাধারণ সাফল্য পেয়েছে ৷ একই সঙ্গে ভক্তদের মধ্যে বাহুবলীর চাহিদাও কয়েকগুণ বেড়ে গিয়েছে ৷ এখন ‘সাহো’ নামের একটি হিন্দি ছবিতে কাজ করছেন প্রভাস। যেখানে বলিউড বিউটি শ্রদ্ধা কাপুর থাকছেন তার সহ অভিনেত্রী হিসেবে। এটিই প্রভাসের প্রথম হিন্দি সিনেমায় অভিনয়।

অবশেষে ‘সাহো’ নিয়ে মুখ খুলেছেন প্রভাস। চমকপ্রদ কিছু তথ্য দিয়েছেন তিনি। তিনি জানান, অ্যাকশনধর্মী ছবিটির অ্যাকশন দৃশ্য পরিচালনার জন্য হলিউডের অ্যাকশন এক্সপার্ট কেনি বেটসকে আনা হয়। আর তার ইচ্ছা অনুযায়ীই শুটিং চলছে দুবাই ও রোমানিয়ায়।

আর একটু বাস্তবধর্মী অ্যাকশন দেখাতে একটি দৃশ্যেই ১৭টি গাড়ি, ৫টি ট্রাক ও একটি হেলিকপ্টার ভাঙ্গা হয়। আর এইসব স্টান্টের জন্য সর্বমোট ব্যয় হয়েছে ৯০ কোটি রুপি, বাংলাদেশি টাকায় প্রায় ১০৯ কোটি টাকা।

ছবিটি নিয়ে আশাবাদী প্রভাস নিজেও। জানিয়েছেন এটি বাহুবলির চেয়েও বড় বাজেটের ছবি হতে যাচ্ছে। ইতোমধ্যেই ছবিটির টিজার প্রকাশ করা হয়েছে। এই বছরের ডিসেম্বরে রুপালি পর্দায় মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির।

First published: August 14, 2018, 10:38 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर