• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • খুনী অক্ষয়ের ‘রুস্তম’ ! দেখুন ট্রেলার

খুনী অক্ষয়ের ‘রুস্তম’ ! দেখুন ট্রেলার

একের পর এক মাস্টার স্ট্রোক ৷ খিলাড়ি কুমার থেকে নিজের অবতার বদলে, কমেডি ! আবার কখনও রোম্যান্টিক হিরো ৷

একের পর এক মাস্টার স্ট্রোক ৷ খিলাড়ি কুমার থেকে নিজের অবতার বদলে, কমেডি ! আবার কখনও রোম্যান্টিক হিরো ৷

একের পর এক মাস্টার স্ট্রোক ৷ খিলাড়ি কুমার থেকে নিজের অবতার বদলে, কমেডি ! আবার কখনও রোম্যান্টিক হিরো ৷

 • Pradesh18
 • Last Updated :
 • Share this:

  #মু্ম্বই: একের পর এক মাস্টার স্ট্রোক ৷ খিলাড়ি কুমার থেকে নিজের অবতার বদলে, কমেডি ! আবার কখনও রোম্যান্টিক হিরো ৷ নিজেকে প্রতিটা ছবিতে একেবারে নতুন করে নিয়ে আসার চ্যালেঞ্জ অক্ষয়ের ৷ তা ‘স্পেশাল ছাব্বিশ’ হোক কিংবা ‘বেবি’ ৷ আবার একেবারে অন্যরকম ‘এয়ারলিফ্ট’ ৷ আর এবার তো সত্যি ঘটনাকে সঙ্গী করে অক্ষয় হতে চলেছেন খুনী ‘রুস্তম’ ! তবে সত্যিই তিনি খুনী কিনা, তাঁর রহস্য ফাঁস হবে ছবিটা মুক্তি পাওয়ার পরেই ৷ পরিচালক টিনু সুরেশ দেশাই-এর নতুন ছবি ‘রুস্তম’-এর ট্রেলার মুক্তি পেয়েছ ৷ যেখানে একাবারে অন্যরকম রূপে দেখা যাচ্ছে বলিউডের আক্কি কুমারকে ! তা এই ‘রুস্তম’ আসলে কে? কেনই বা তাঁর মাথার ওপর খুনের দোষ ?

  সালটা ১৯৫৯ ৷ এক ব্যক্তির খুনের ঘটনায় জড়িয়ে পড়ে নৌসেনা অফিসার রুস্তম পাভরি৷ ব্যক্তির নাম প্রেম আহুজা ৷ তা এই প্রেমকে কেন খুন করে রুস্তম ? হাইকোর্টে বহুদিন ধরে চলে এই মামলা৷ পুলিশের তদন্তে এসেছিল বউয়ের বিবাহবর্হিভূত সম্পর্কের জেরেই খুন করে রুস্তম ৷ প্রেম আহুজাই ছিলেন রুস্তমের বউ প্রেমিক !

  প্রায় এরকমই এক গল্প নিয়ে কিছু বছর আগে পরিচালক রামগোপাল ভার্মাও একটি ছবি বানিয়ে ছিলেন ৷ ছবির নাম ‘নট আ লাভ স্টোরি’ ৷ রামগোপালের এই ছবিতে অভিনয় করেছিলেন মাহি গিল ৷ আর ‘রুস্তম’ ছবিতে অভিনয় করেছেন ইলিয়ানা ডি’ক্রুজ, অক্ষয় কুমার ৷ ছবিটি মুক্তি পাবে ১২ অগস্ট৷ বক্স অফিসে হৃত্বিক রোশন অভিনীত ‘মহেঞ্জো দাড়ো’র সঙ্গে মুখোমুখি হবে অক্ষয়ের ‘রুস্তম’ !

  First published: