#কলকাতা: দুর্গাপুজোয় নতুন গান তৈরি হবে৷ এটাই রীতি৷ আগে আরও ঘটা করে মুক্তি পেত সঙ্গীত শিল্পীদের পুজোর গান বা অ্যালবাম, যা গোটা পুজোয় বাজত পাড়ার প্যান্ডেলে৷ এখন সেই তুলনায় অনেকটা কমেছে পুজোয়ে গান মুক্তির বাজার৷ তবে তার মধ্যেও শিল্পীরা নিয়ে আসেন তাঁদের পুজোর গান৷ শ্রোতাদের কথা মাথায় রেখেই এই সময়টা তাঁরা ভরিয়ে তুলতে চান গানে গানে৷ এবছর মুক্তি পাচ্ছে জাতীয় পুরস্কার প্রাপ্ত শিল্পী রূপঙ্কর বাগচীর গান৷ গানের নাম সময় থমকে দাঁড়ায়৷ গানটি কম্পোজ করেছেন শিলাদিত্য-রাজ৷ এর আগেও এই জুটি অনেক সঙ্গীত শিল্পীর জন্য গান তৈরি করেছেন৷ সেই তালিকায় রয়েছেন অমিত কুমার, আশা ভোঁসলে, উষা উত্থুপ, কুমার শানু প্রমুখ৷
এ বছরটা অন্যান্য বছরের থেকে একেবারেই আলাদা৷ করোনার দাপটে সাধারণ মানুষের মন ভাল নেই৷ পুজো হচ্ছে ঠিকই, কিন্তু প্রায় সব জায়গাতেই হচ্ছে নমঃ নমঃ করে৷ তাই কারও মনেই আনন্দ নেই৷ বাড়িতে বসে যাতে কিছুটা হাল্কা মেজাজে থাকতে পারেন সকলে, তার কথা ভেবেই এই গান তৈরি করেছেন শিলাদিত্য-রাজ৷ সঙ্গে তো থাকছেই রূপঙ্করের উদার কণ্ঠ৷ এই গান সকলের মুখে হাসি ফোটাবে বলে আশাবাদী সকলে৷ গানটি লিখেছেন সৈকত চট্টোপাধ্যায়৷ সাউন্ড ডিজাইনিং ও মিউজিক অ্যারেঞ্জমেন্টে সোম চক্রবর্তী৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: durga-puja-2020