কলকাতা : রূপম ইসলামের সাহায্যের হাত এ বার প্রসারিত বর্ধমানে ৷ কার্যত লকডাউনে ক্ষতিগ্রস্তদের হাতে রেশনদ্রব্য তুলে দিলেন টিম রূপম ইসলামের প্রতিনিধিরা ৷ এক মাসেরও বেশি সময় ধরে শিল্পী ব্যস্ত জনসেবায় ৷ টিম রূপম ইসলামের উদ্যোগে গত সপ্তাহ থেকে দক্ষিণ কলকাতায় চলছে নিজস্ব অক্সিজেন পরিষেবা৷ তার সব তথ্য ফেসবুকে শেয়ার করেছেন রূপম ৷ রূপম ও তাঁর সহযোগীদের সঙ্গে এই প্রয়াসে হাত মিলিয়েছে অন্য একটি সংস্থা ৷ তাদের প্রয়াসেই একটি অঙ্গ এই নিখরচায় অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেওয়ার উদ্যোগ ৷
করোনা পরিস্থিতির মধ্যেই গত বছর আমফানের মতো এ বছর ধেয়ে আসে ইয়াস ৷ ঘূ্র্ণিঝড়ের তাণ্ডবলীলাতেও রূপম সামিল হয়েছেন ত্রাণবণ্টনে ৷ ইয়াস আছড়ে পড়ার আগেই রূপমের সহযোগীরা প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে প্রস্তুতিপর্বে অংশ নিয়েছে ৷ ঝড় পরবর্তী সময়ে বিধ্বস্ত এলাকায় দুর্গতদের কাছে পৌঁছে দিয়েছে প্রয়োজনীয় জিনিসপত্র ৷
মানুষের পাশাপাশি এই পরিস্থিতিতে বিপন্ন পথকুকুররাও ৷ কৃষ্ণনগরে টিম রূপম ইসলামের প্রতিনিধিরা রোজ রাতে পথের সারমেয়দের জন্য খাবারের বন্দোবস্ত করেছেন ৷ কিছু দিন আগেই ‘একক রূপম’ শীর্ষক অনলাইন কনসার্ট করেন শিল্পী ৷ এই অনুষ্ঠান থেকে প্রাপ্ত অর্থ ব্যয় করা হবে জনসেবামূলক কাজে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Rupam Islam