মুম্বই : প্রাক্তন বিশ্বসুন্দরী সুস্মিতা সেনের সঙ্গে তাঁর বাবার প্রণয়ঘটিত সম্পর্ক প্রসঙ্গে নীরবতা ভাঙলেন ললিতপুত্র রুচির মোদি ৷ বৃহস্পতিবার ট্যুইটারে ললিত মোদি জানান তাঁর এবং সুস্মিতার সম্পর্কের কথা৷ পরে এও স্পষ্ট করে জানান, তাঁদের বিয়ে হয়নি৷ প্রণয়ের সম্পর্কে আছেন দু’জনে৷ তবে বিয়ে যে একদিন হবে সে বিষয়েও নিশ্চিত ললিত মোদি৷ জানাতে ভোলেননি ৷
সর্বভারতীয় সংবাদমাধ্যমে রুচির জানিয়েছেন তিনি তাঁর বাবার ব্যক্তিগত জীবন ও সিদ্ধান্ত নিয়ে কোনও মন্তব্য করবেন না ৷ কারণ কারওর ব্যক্তিগত বিষয়ে আলোচনা না করাই তাঁদের পারিবারিক রীতি ৷ কিন্তু ললিত-সুস্মিতার সম্পর্ক নিয়ে রুচির বলেন, ‘‘এটা তাঁর জীবন এবং তাঁর সিদ্ধান্ত৷’’ ললিত এবং তাঁর প্রথম পক্ষের স্ত্রী মিনাল মোদির সন্তান রুচির ৷ ললিত ও মিনালের মেয়ের নাম আলিয়াহ ৷ ক্যানসারে আক্রান্ত হয়ে ২০১৮ সালে প্রয়াত হন মিনাল ৷
বৃহস্পতিবার ট্যুইট করে ললিত মোদি লেখেন, ‘‘ সপরিবার মলদ্বীপ, সার্ডিনিয়া-সহ বিশ্বসফরের পর সবে ফিরেছি লন্ডনে ৷ অর্ধাঙ্গিনী সুস্মিতা সেনের কথা না বললেই নয় ! অবশেষে জীবনে এক নতুন সূত্রপাত ৷ মনে হচ্ছে চাঁদে রয়েছি৷’’ পরে ললিত সংযোজন করেন তাঁর ট্যুইটে ৷ জানান, বিয়ে হয়নি, তবে তাঁরা প্রণয়ের সম্পর্কে রয়েছেন ৷ বিয়েও হবে একদিন ৷
এ প্রসঙ্গে নীরবতা ভেঙেছেন প্রাক্তন বিশ্বসুন্দরীও৷ ইনস্টাগ্রামে মেয়েদের সঙ্গে ছবি পোস্ট করে জানিয়েছেন তিনি আনন্দময় জায়গায় আছেন৷ বিয়ে হয়নি৷ আংটি নেই৷ তাঁকে আবৃত করে আছে নিঃশর্ত ভালবাসা ৷ অনেক কথা বলা হয়ে গিয়েছে৷ এ বার জীবন ও কাজে ফিরতে হবে ৷ যাঁরা তাঁর সঙ্গে খুশি ভাগ করে নিয়েছেন বরাবর তাঁদের তিনি শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়েছেন৷ আর যাঁরা সেটা করেননি তাঁদের সেটা মাথাব্যথাও নয় বলে সুস্মিতার মন্তব্য৷ ট্যুইটবার্তার শেষে দুগ্গা দুগ্গা !
আরও পড়ুন : মা হলেন মারিয়া শারাপোভা, জানালেন সন্তানের নামওনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Lalit Modi, Sushmita Sen