#কলকাতা: ঋতুপর্ণা সেনগুপ্ত। টলিউডের জনপ্রিয় অভিনেত্রী তিনি। একের পর এক সুপারহিট ছবি রয়েছে তাঁর। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও তাঁর জুটি সর্ব সেরা জুটিদের মধ্যে একটা। বহু হিট ছবি রয়েছে তাঁদের। তবে শুধু প্রসেনজিৎ নয় টলিউডের বেশিরভাগ তারকার সঙ্গেই রয়েছে তাঁর ভালো সিনেমা। কিন্তু ঋতুপর্ণা কোনও ছবিতে থাকা মানে, তিনি একাই টেনে নিয়ে যান ছবি। ঋতুপর্ণ ঘোষ থেকে অপর্না সেনের মতো পরিচালকের ছবিতেও তিনি চুটিয়ে কাজ করেছেন। বলিউডেও রয়েছে তাঁর কাজ। অভিনয়ের দক্ষতায় সকলের মনে জায়গা করে নিয়েছেন তিনি।
তবে ঋতু শুধু ভালো অভিনেত্রীই নন, একজন দক্ষ নৃত্য শিল্পীও। তাঁর নাচের গ্রুপও রয়েছে। তবে এই মুহূর্তে তিনি রয়েছেন সিঙ্গাপুরের বাড়িতে। সেখানে স্বামী ও ছেলে মেয়েকে নিয়ে আছেন তিনি। কয়েকদিন আগেই অভিনেত্রীর জন্মদিন ছিল। ছোট করেই পালন করেছেন। শুধু জন্মদিন না, মেয়ে ও পরিবারের সঙ্গে লক্ষ্মী পুজোতেও মেতেছেন তিনি। ঋতু ইনস্টাগ্রামেও বেশ অ্যাক্টিভ।
সম্প্রতি তিনি একটি মর্নিং ভিডিও শেয়ার করেছেন। সূর্যাস্তের সময় সিঙ্গাপুরের বাড়ির ব্যালকনিতে দাঁড়িয়ে ভিডিওটি করেছেন তিনি। টাইটানিক ছবির জনপ্রিয় গান, 'মাই হার্ট উইল গো অন' গানে নাচ করছেন তিনি। এই ভিডিওটি তিনি শেয়ার করেছেন। যা সকলেই বেশ পছন্দ করেছেন। এবং প্রশংসা করেছেন অভিনেত্রীর। ভিডিওটি ভাইরাল হয়।