হোম /খবর /বিনোদন /
কাছের মানুষেরা নেই কাছে! দোলে বিষণ্ণ ঋতুপর্ণা, সঙ্গী কবিতা

Rituparna Sengupta || Holi 2023: কাছের মানুষেরা নেই কাছে! দোলে বিষণ্ণ ঋতুপর্ণা, সঙ্গী কবিতা

বিষণ্ণ ঋতুপর্ণা

বিষণ্ণ ঋতুপর্ণা

চারিদিক রঙের উৎসবে মাতোয়ারা। কিন্তু মন খারাপ অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের। রঙের উৎসবে কাছের মানুষদের থেকে দূরে তিনি। আপাতত সারনাথে একটি ছবির শ্যুটিং নিয়ে ব্যস্ত। '

  • Share this:

চারিদিক রঙের উৎসবে মাতোয়ারা। কিন্তু মন খারাপ অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের। রঙের উৎসবে কাছের মানুষদের থেকে দূরে তিনি। আপাতত সারনাথে একটি ছবির শ্যুটিং নিয়ে ব্যস্ত। 'লাইট ক্যামেরা অ্যাকশন'-এর বাইরে একাই সময় কাটছে তাঁর। রঙের উৎসবে পাশে পাননি পরিবারকে, চেনা মুখেদের। তাই খানিক যেন মনকেমন তাঁর।

ঋতুপর্ণার একাকিত্বের সঙ্গী কবিতা।

'অবসরে বসে ছিলাম,

ভাবছিলাম রঙের আভা চারিদিকের মাতাল পৃথিবীকে করছে রঙিন।সোনা আর কাঁচা দুধে মেশানো রং যেন চাবুক মারে মনে,শরবতের ভেতর কালো ধোঁয়া মুষড়ে দেয় মন।হোলি, তোর রূপ লাল, কিন্তু কত কালো সব মুখ এগিয়ে আসে খেলার ছলে।'

এই পংক্তিগুলিই বলেছেন অভিনেত্রী। শুনেছেন তিনি নিজেই। ভোলার চেষ্টা করেছেন একা থাকার বিষাদ।

আরও পড়ুন- রঙের উৎসবেই শোকের ছায়া! কাছের মানুষকে হারিয়ে ভেঙে পড়লেন ঋতুপর্ণা

সোমবার নিজের এক কাছের মানুষকে হারিয়েছেন ঋতুপর্ণা। বাংলাদেশের বিখ্যাত নৃত্য় পরিচালক মাসুম বাবুলের মৃত্য়ুতে শোকাহত তিনি। দীর্ঘ দিন ধরে ক্যানসারে ভুগছিলেন তিনি। দীর্ঘ কেরিয়ারে তাঁর সঙ্গে একাধিক কাজ করেছেন ঋতুপর্ণা। মাসুম বাবুলের মৃত্য়ু সংবাদ পেতেই তাই ভেঙে পড়েছেন অভিনেত্রী।

আরও পড়ুন- বিয়ের পর প্রথম দোল! সকলকে তাক লাগিয়ে অভিনব উপায়ে শুভেচ্ছা জানালেন সিড-কিয়ারা

প্রয়াত শিল্পীর একটি ছবি দিয়ে লিখেছেন, 'মনটা খুব খারাপ হয়ে গেল... অনেক অনেক ছবি করেছি তোমার সাথে, বাবুল... কত গল্প, কত হাসি, দারুণ দারুম কাজ... তুমি আমাকে বলতে "Magic Girl"... বড় তাড়াতাড়ি চলে গেলে... অনেক লড়াই করলে... এখন তোমার প্রিয় বন্ধু মান্নাভাই-এর কাছে চলে গেলে... কত কাজ করেছি আমরা সবাই... সব স্মৃতি হয়ে গেল...ভালো থেকো যেখানেই থাকো....'।

Published by:Sayani Rana
First published:

Tags: Holi, Holi 2023, Rituparna Sengupta