#কলকাতা: ঋতাভরী চক্রবর্তী। টলিউডের জনপ্রিয় অভিনেত্রী। 'ওগো বধূ সুন্দরী' সিরিয়াল থেকে যাত্রা শুরু করেছিলেন তিনি। এর পর ধীরে ধীরে টলিউডে নিজের অভিনয়ে শক্ত করেছেন পায়ের তলার মাটি। তাঁর মা শতরূপা সান্যালও জনপ্রিয় মুখ। পরিচালনা, সমাজসেবা বহু কাজে তাঁর মাকে পাওয়া গিয়েছে। ঋতাভরীর দিদি চিত্রাঙ্গদাও টলিউডের জনপ্রিয় অভিনেত্রী। এই তিন জনকেই ভালোবাসে বাঙালি।
ঋতাভরী সোশ্যাল মিডিয়াতে বেশ অ্যাক্টিভ। বিশেষ করে ইনস্টাগ্রামে। সেখানে তাঁকে দেখা যায় নানা ছবি ও ভিডিও পোস্ট করতে। এবার নিজের ইনস্টা হ্যান্ডেলে দারুণ এক মজার ভিডিও শেয়ার করেছেন। এই ভিডিও ঋতাভরী কেকেআর ও শাহরুখ খানের ভক্ত হিসেবে শেয়ার করেছেন।
কেকেআর-এর Laphao challenge নিয়ে বাড়িতে তাকে রাখা চিপস পারার চেষ্টা করলেন তিনি। কিন্তু হাত পৌঁছোল না থাকায়। তখন একটা টুল নিয়ে এসে সেটা পারতে যেতেই ঘটে গেল বিপদ। গোটা কৌটোটা মাটিতে পড়ে সারা ঘরে ছড়িয়ে পড়ল চিপস। ব্যস সঙ্গে সঙ্গে ঝাঁটা নিয়ে মেয়েকে তাড়া করলেন মা। এই ভিডিও শেয়ার করেছেন ঋতাভরী।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Ritabhari Chakraborty