corona virus btn
corona virus btn
Loading

অমর তোমাকে মিস করব: ঋষি কাপুর

অমর তোমাকে মিস করব: ঋষি কাপুর

সত্তর দশকে বিনোদ খান্নার মতো হ্যান্ডসাম হিরো খুবই কম ছিল বলিউডে ৷

  • Share this:

#মুম্বই: সত্তর দশকে বিনোদ খান্নার মতো হ্যান্ডসাম হিরো খুবই কম ছিল বলিউডে ৷ একদিকে অমিতাভ বচ্চন যখন অ্যাংরি ইয়ং ম্যানের ভূমিকা নিয়ে মাতিয়ে দিচ্ছিলেন বলিউড ৷ তখনই বিনোদ খান্না, নিজের লুক, স্টাইল, প্রেমিক সুলভ ইমেজ নিয়ে হাজার অনুরাগীকে কাবু করছিলেন তাঁর অনস্ক্রিন ইমেজে৷ সত্তর দশকের সেই হ্যান্ডসাম হিরো, শেষ নিশ্বাস ত্যাগ করলেন সত্তর বছর বয়সেই ৷ বিনোদ খান্নার প্রয়াণে শোকপ্রকাশ করেছেন বলিউডের অনেকেই ৷ তবে ঋষি কাপুরের ফিল্মি ট্যুইটার পোস্ট নজর কেড়েছে সবার ৷

বিনোদ খান্নার সঙ্গে জুটি বেঁধে অমিতাভ ও ঋষি কাপুর করেছিলেন ‘অমর আকবর অ্যান্টনি’ ৷ বলিউডে তুফান তুলেছিল এই ছবি ৷ বিনোদ খান্নার প্রয়াণে, সেই সময়টাকেই যেন তুলে ধরলেন ঋষি ৷ ট্যুইটে শেয়ার করলেন ‘অমর আকবর অ্যান্টনি’ ছবির পোস্টার ৷ আর লিখলেন, ‘অমর তোমাকের মিস করব !’

rishi

rishi 2

First published: April 27, 2017, 2:55 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर