#মুম্বই: বাইশগজের খেলায় বর্ডারের উত্তাপ ৷ খেলার মাঠে ভারত-পাক মুখোমুখি, এ যেন এক নতুন যুদ্ধ ৷ গোটা দেশ, বিশ্ব তাকিয়ে আজকের খেলার দিকে ৷ আর সেই উত্তাপকেই উসকে দিলেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুর ৷ চাম্পিয়ানস ট্রফির ফাইনালের আগে পাক সমর্থকদের একহাত নিয়ে বসলেন ঋষি ৷ ট্যুইট করে লিখলেন, ‘আজ তোমাদের বাবা খেলছে !’
ট্যুইট করে ঋষি লিখলেন আরও, ‘দয়া করে এবার ক্রিকেট টিম পাঠাবে। আগে তো হকি কিংবা খো খো দল পাঠিয়েছিলে। ১৮ জুন অর্থাৎ রবিবার ফাদার্স ডে’র দিন বাবা খেলছে কিন্তু তোমাদের সঙ্গে।’
ঋষি কাপুরের এই ট্যুইট নিয়ে শোরগোল সোশ্যাল মিডিয়ায় ৷ এমনকী, ঋষি বিরুদ্ধে ক্ষেপে উঠেছে পাক সমর্থকরাও ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bollywood, Champions Trophy 2017 Final, India, Pakistan, Rishi Kapoor