#মুম্বই: গত কয়েকমাস ধরেই বলিউডে জোর গুঞ্জন, বলিউড অভিনেতা ঋষি কাপুর নাকি ক্যানসারে আক্রান্ত ৷ ক্যানসারের চিকিৎসার জন্যই নাকি বিদেশে রয়েছেন ঋষি ও নীতু ৷ এমনকী, কিছুদিন আগে ঋষি কাপুরকে নিয়ে এক ট্যুইটে নীতু ইঙ্গিতও দিয়েছিলেন ক্যানসারের কথা ৷ তবে স্পষ্টভাবে কাপুর ফ্যামিলির কেউ কিছুই জানাচ্ছেন না ঋষি কাপুরের শারীরিক অবস্থা সম্পর্কে ৷ গোটাটাই জল্পনা ৷
ঠিক এরকম সময়ই, জল্পনাকে আরও উসকে দিলেন স্বয়ং ঋষিকাপুর ৷ নিজের ট্যুইটার প্রোফাইলে শেয়ার করলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের নতুন ছবি ‘কণ্ঠ’-এর ট্রেলার ৷ তা হঠাৎ এই ট্রেলার শেয়ার কেন করলেন ঋষি ?
শিবপ্রসাদের এই ছবি ক্যানসারকে বিষয় বানিয়েই ৷ বিশেষ করে গলার ক্যানসার ৷ সেই কারণেই কি এই ছবির ট্রেলার শেয়ার করলেন ঋষি? নাকি শুধুই ভাল লাগা থেকে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengali Movie, Kanto trailer, Rishi Kapoor