Home /News /entertainment /
ক্যান্সারে ভুগছেন ঋষিকাপুর ? বলিউডে জোর গুঞ্জন !

ক্যান্সারে ভুগছেন ঋষিকাপুর ? বলিউডে জোর গুঞ্জন !

 • Share this:

  #মুম্বই: ইরফান খান, সোনালি বেন্দ্রের পর কী এবার ঋষিকাপুর ? বলিউডের ‘রাজ’ পরিবারের ছেলে, রণবীর কাপুরের বাবা ও জনপ্রিয় অভিনেতা ঋষি কাপুরও তাহলে ভুগছেন ক্যান্সারে ? হঠাৎই বলিউডে শুরু হল গুঞ্জন ৷ ঋষি কাপুর নাকি থার্ড স্টেজ ক্যান্সারের ভুগছেন !

  তবে গুঞ্জন থাকলেও, কাপুর পরিবারের পক্ষ থেকে এখনও অবধি এই নিয়ে কোনওরকম বিবৃতি দেওয়া হয়নি ৷ সম্প্রতি ঋষি কাপুরের করা একটি ট্যুইটের ওপর নির্ভর করেই গোটা বলিউডে এটি রটেছে ৷ তবে ঋষির ট্যুইটে ক্যান্সারের উল্লেখ না থাকলেও, তিনি যে গুরুতর কোনও অসুখের চিকিৎসাতেই বিদেশে পাড়ি দিয়েছেন তা স্পষ্ট ৷ তা ট্যুইটে তিনি ঠিক কী লিখলেন?

  ঋষি ট্যুইট করে লিখলেন, ‘কিছুদিনের জন্য বলিউড থেকে বিদায় নিচ্ছি ৷ শরীররটা একটু খারাপ ৷ চিকিৎসার জন্য বিদেশে পাড়ি দিচ্ছি ৷ ৪৫ বছরের কেরিয়ারে এই প্রথম বড় বিরতি আমার ৷ আপানদের শুভেচ্ছা সঙ্গে থাকলেও, খুব শীঘ্রই ফিরব ৷ অনেক কাজ বাকি আছে ! ’

  rishi

  তবে রণধীর কাপুর সম্প্রতি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ‘বেশ কিছু মেডিক্যাল টেস্ট হচ্ছে ঋষির ৷ তাঁর শরীর খারাপ নিয়ে অযথা গুজব না রটানোই ভালো !’

  First published:

  Tags: Cancer, Rishi Kapoor

  পরবর্তী খবর