#মুম্বই: সামনেই মুক্তি ‘সঞ্জু’ ছবির ৷ ‘সঞ্জু’র ট্রেলার দেখার পর থেকেই রণবীরকে প্রশংসায় পঞ্চমুখ গোটা বলিউড ৷ এমনকী, খোদ সঞ্জয় দত্ত-ও রণবীরের অভিনয় দেখে হতবাক ৷ তবে নাকি এমন একটা দিন ছিল, যখন সঞ্জয় দত্তের সঙ্গে মেশাটাই ছিল সবচেয়ে কঠিন কাজ ! হ্যাঁ, ঠিক এরকমটাই বলেছেন রণবীর নিজে ৷
আপাতত ‘সঞ্জু’ ছবির প্রোমোশনে ব্যস্ত রয়েছেন রণবীর কাপুর ৷ আর এই প্রোমোশনে এসেই সাংবাদিকদের জানালেন রণবীর যে, তাঁর বাবা ঋষি কাপুর সঞ্জয়কে এক সময় কড়া ধমক দিয়েছিলেন ৷
রণবীরের কথায়, ‘কাশ্মীরে সাইবা ছবির শ্যুটিংয়ে প্রথমবার সামনা সামনি দেখি সঞ্জয় দত্ত ৷ চওড়া চেহারা, লম্বা চুল দেখএ আমি প্রভাবিত হয়েছিলাম ৷ আমাকে সঞ্জু খুব পছন্দ করত ৷ নিজের ভাইয়ের মতো দেখত ৷ আমার জন্মদিনে আমাকে একটা বাইকও উপহার দিয়েছিল ৷ রাত-বিরেতে এসে আমাকে নিয়ে ড্রাইভেও যেত সঞ্জয় ! তবে সঞ্জয়ের এই সব বাবা পছন্দ করতেন না ৷ একবার তো সঞ্জয় দত্তকে ফোন করে বাবা বলেই দিয়েছিল ৷ রণবীরকে নষ্ট করও না ৷ তোমার মতো তৈরি করও না !’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bollywood, Rishi Kapoor, Sanjay Dutt, Sanju Trailer