#মুম্বই: সুশান্ত সিং রাজপুত মামলায় বান্ধবী রিয়া চক্রবর্তীর অবস্থায় নিয়ে বারেবারে প্রশ্নচিহ্ন উঠেছে ৷ বারংবার আলোচনায় আসার পরে অবশেষে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু সংক্রান্ত বিষয়ে নীরবতা ভেঙেছেন রিয়া ৷ নিউজ 18-এর পক্ষ থেকে রিয়া চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করে মহেশ ভাট, ড্রাগ, সুশান্তের মানসিক অবসাদ ও মৃত্যু নিয়ে এক গুচ্ছ প্রশ্ন করা হয়েছিল ৷ এই সংক্রান্ত বিষয়ে প্রশ্নের উত্তরে রিয়া সুশান্তের শেষ মেসেজের বিষয়ে খোলসা করে বলেছেন| সুশান্ত শেষ মেসেজ তাঁকে ৯ জুন করেছিলেন, সেই মেসেজের বিষয়বস্তু কী ছিল? এই মেসেজের প্রেক্ষিতেই রিয়া সুশান্তের নম্বর ব্লক করে দিয়েছিলেন ৷
রিয়া চক্রবর্তী সুশান্তের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রথমবার খোলামেলা আলোচনা করেছেন ৷ রিয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছেন ৮ জুন সুশান্ত তাঁর সঙ্গে কোনও কথা বলেননি ৷ মনের দুঃখে তিনি সুশান্তের ফোন নম্বর ব্লক করে দিয়েছিলেন ৷ রিয়া মনে খুব কষ্ট পেয়েছিলেন, ৯ জুন সুশান্ত তাঁকে একটি মেসেজ করেছিলেন সেটি হল 'How are you my bebu? (কেমন আছোও বেবু?)'. 'আমার খুব খারাপ লেগেছিল সেদিন মনে হচ্ছিল সুশান্তের জীবনে আমার আর কোনও অস্থিত্ব নেই ৷ এই জন্যই সুশান্তের ফোন নম্বর আমি ব্লক করে দিয়েছিলাম ৷ এই বিষয়ে আমার বাবা-মাকেও জানাইনি ৷'
'সুশান্তের ভাইয়ের সঙ্গে আমার যোগাযোগ ছিল তারপরেও ৷ সুশান্তের ভাই এখনও পারিবারিক গ্রুপে আছে ৷ যদি সেদিন সুশান্ত আমার সঙ্গে কথা বলত বা কোনও ভাবে আমি বুঝতে পারতাম এমন কিছু হবে নিজের থেকেই সুশান্তের কাছে চলে যেতাম ৷' রিয়া দাবি করেছেন জুন মাসের ২-৩ তারিখ সুশান্ত তাঁকে চলে যেতে বলেছিলেন ৷ কিন্তু শরীর ঠিক না থাকায় যেতে পারেননি তিনি কিন্তু ৮ জুন থেরাপি সেশন ছিল ৷ তার আগেই সুশান্ত চলে যেতে বলেছিলেন রিয়াকে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Sushant singh Rajput