Sushant Singh Rajput: প্রয়াত প্রেমিকের মৃত্যুবার্ষিকীর আগে ভালবাসা জানিয়ে কার বিশ্বাস অর্জন করতে চাইছেন রিয়া?

রিয়া চক্রবর্তী, ছবি-ফেসবুক

সুশান্ত সিংহ রাজপুতের প্রথম মৃত্যুবার্ষিকীর আগে চাঞ্চল্য তৈরি করেছে রিয়ার একটি পোস্ট ৷

 • Share this:

  মুম্বই : গত বছর দীর্ঘ সময় ধরে তিনি ছিলেন সোশ্যাল মিডিয়ার মধ্যমণি ৷  অধিকাংশ নেটিজেনের কাছে তিনি ছিলেন ‘খলনায়িকা’ ৷ সেই রিয়া চক্রবর্তী আবার নেটিজেনের আলোচনার কেন্দ্রে ৷ সুশান্ত সিং রাজপুতের প্রথম মৃত্যুবার্ষিকীর আগে চাঞ্চল্য তৈরি করেছে রিয়ার একটি পোস্ট ৷ বৃহস্পতিবার ইনস্টাগ্রামে রিয়া যা লিখেছেন, তার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, ‘ নিদারুণ কষ্ট থেকেই আসে তীব্র শক্তি ৷ এ বিষয়ে তোমাকে শুধু আমাকে বিশ্বাস করতে হবে...ভালবাসা, রিয়া ৷’

  এই পোস্টের আড়ালে কি লুকিয়ে আছে কোনও অর্থবহ ইঙ্গিত ? নেটিজেনদের আলোচনা সেদিকেই ৷ কার বিশ্বাস অর্জন করতে চাইছেন রিয়া? কোনও বিশেষ ব্যক্তির জন্যই কি এই পোস্ট?

  কাকতালীয় হলেও রিয়ার এই পোস্টের পরে শিরোনমে সিদ্ধার্থ পিঠানিও ৷ সুশান্তের এক সময়ের ঘনিষ্ঠ এই বন্ধুকে শুক্রবার গ্রেফতার করেছে এনসিবি বা নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো ৷ সুশান্তের রহস্যমৃত্যুর পর থেকেই কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলির নজরে ছিলেন সিদ্ধার্থ ৷ বহু বার তাঁকে জেরাও করা হয়েছে ৷ এ বার তাঁকে গ্রেফতার হল মাদকযোগে ৷

  ঘটনাচক্রে সিদ্ধার্থও ‘লাইক’ করেছেন রিয়ার এই পোস্ট ৷ ফলে নেটিজেনদের আলোচনায় নতুন করে ফের ঢুকে পড়েছেন তিনিও৷

  ইন্ডাস্ট্রির অন্দরমহলে খবর, রিয়া আবার সাজাতে চাইছেন তাঁর নুয়ে পড়া কেরিয়ার ৷ ‘চেহরে’ ছবিতে তিনি কাজ করেছেন অমিতাভ বচ্চন ও ইমরান হসমীর সঙ্গে ৷ গত ১৪ জুন সুশান্তের অপমৃত্যুর এটাই রিয়ার প্রথম ছবি, যার মুক্তি আসন্ন ৷ যদিও ছবির প্রথম পোস্টার ও টিজারে তিনি অনুপস্থিত ছিলেন ৷ তখন রটনা জোরালো হয়েছিল যে রিয়া হয়তো এই ছবি থেকে বাদ পড়েছেন ৷ পরে ছবির নির্মাতারা জানান, রিয়া এই ছবির গুরুত্বপূর্ণ অংশ ৷ তবে এর বাইরে টিনসেল টাউনে রিয়ার সুযোগভাগ্য আপাতত অপ্রসন্নই ৷ বিভিন্ন মহলের খবর, তিনি দক্ষিণী ইন্ডাস্ট্রিতেও কাজের চেষ্টা করছেন ৷ তার জন্য হায়দরাবাদও ঘুরে এসেছেন ৷

  Published by:Arpita Roy Chowdhury
  First published: