#মুম্বই: মঙ্গলবার ১৪ জুলাই ৷ সুশান্তের মৃত্যুর পর এক মাস পূর্ণ হল ৷ তাও সুশান্তকে ভুলতে কেউ পারেননি ৷ তাঁর মৃত্যু যেন একটা রহস্যই থেকে গিয়েছে সবার কাছে ৷ এই মৃত্যুকে স্রেফ আত্মহত্যা বলে মেনে নিতে রাজি নন কেউই ৷ দেশবাসী চায়, ‘জাস্টিস ফর সুশান্ত’ ৷ অর্থাৎ ১৪ জুন সকালে সুশান্তের বান্দ্রার বাড়িতে ঠিক ঘটেছিল, তা জানার অপেক্ষায় গোটা দেশ ৷ মুম্বই পুলিশ তদন্তের কাজ চালিয়ে যাচ্ছে ৷ সুশান্তের বন্ধু-বান্ধব থেকে শুরু করে ফিল্ম ইন্ডাস্ট্রির অনেক সেলিব্রিটিকেই ইতিমধ্যেই জেরা করেছে পুলিশ ৷ কিন্তু তাদের বয়ান রেকর্ডের পরেও সেভাবে কোনও কিছুই এখনও পর্যন্ত পেয়ে ওঠেনি তদন্তকারি অফিসাররা ৷
সুশান্তের মৃত্যুর এক মাস পর এই প্রথম প্রয়াত অভিনেতার সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে কথা বললেন সুশান্ত সিং রাজপুতের বান্ধবী অভিনেত্রী রিয়া চক্রবর্তী। ইনস্টাগ্রামে মঙ্গলবার সুশান্তের সঙ্গে নিজের দুটি ছবি পোস্ট করে রিয়া লেখেন, “এখনও আমার আবেগের সঙ্গে লড়ছি... আমার হৃদয়ে এক অপূরণীয় অসাড়তা ৷ তুমিই আমাকে প্রেম, ভালবাসার শক্তিতে বিশ্বাস করিয়েছো। তুমি আমাকে শিখিয়েছিলে কী ভাবে একটি সাধারণ গাণিতিক সমীকরণ জীবনের অর্থ ব্যাখ্যা করতে পারে এবং আমি তোমাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি প্রতিদিন তোমার কাছ থেকে শিখব ৷ আমি জানি তুমি এখন অনেক বেশি শান্তিতে রয়েছো। চাঁদ, তারা, গ্যালাক্সিও হয়তো দু' হাত খুলে স্বাগত জানিয়েছে ‘সর্বশ্রেষ্ঠ পদার্থবিদ’কে। সহানুভূতি এবং আনন্দে পূর্ণ সে জগত তোমাকে উজ্জ্বল নক্ষত্র করে তুলতে পারে। এখন তুমি একজন শ্যুটিং স্টার। আমি আমার শ্যুটিং স্টারের জন্য অপেক্ষা করব এবং তোমাকে আমার কাছে ফিরিয়ে আনার ইচ্ছাকে জড়িয়ে রইব। শান্তিতে থাক সুশি৷ ৩০ দিন হল তোমাকে হারিয়েছি ৷ কিন্তু ভালবাসা থাকবে আজীবন ৷ তোমার সঙ্গেই জড়িয়ে থাকব ৷ "
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।