corona virus btn
corona virus btn
Loading

১১ বছর আগে ড্রাগস ব্যবসা নিয়ে ট্যুইট করেছিলেন রিয়া ! পোস্ট ফের ভাইরাল

১১ বছর আগে ড্রাগস ব্যবসা নিয়ে ট্যুইট করেছিলেন রিয়া ! পোস্ট ফের ভাইরাল

মঙ্গলবার রাতে এনসিবি কোয়াটারে থাকবেন রিয়া ৷ কাল থেকে ১৪ দিনের জেল হেফাজতে অভিনেত্রী ৷

  • Share this:

#মুম্বই: তিন দিন টানা জেরার পর গ্রেফতার হলেন বলিউড অভিনেত্রী ও সুশান্ত সিং রাজপুতের ‘প্রেমিকা’ রিয়া চক্রবর্তী ! মঙ্গলবার দুপুর নাগাদ রিয়াকে গ্রেফতার করল নারকোটিকস কন্ট্রোল ব্যুরো ৷

খবর অনুযায়ী, মঙ্গলবার রাতে এনসিবি কোয়াটারে থাকবেন রিয়া ৷ কাল থেকে ১৪ দিনের জেল হেফাজতে অভিনেত্রী ৷ তবে শেষ পাওয়া খবর অনুযায়ী, রিয়ার আইনজীবী করোনা আশঙ্কা দেখিয়ে, মঙ্গলবার রাতে রিয়ার লকআপে থাকার বিষয়টিকে আটকানোর শেষ প্রচেষ্টা চালিয়ে ছিলেন ৷ তবে বেল পাননি রিয়া ৷

খবর অনুযায়ী, গ্রেফতারের পরে এবার রিয়ার মেডিক্যাল টেস্ট করা হয় ৷ জানা গিয়েছে, অন্য তিন গ্রেফতার অভিযুক্তদের সঙ্গে রিয়াকে আদালতে নিয়ে যাওয়া হবে ৷ খবর রয়েছে, রিয়ার বিরুদ্ধে প্রচুর তথ্য প্রমাণ পেয়েছে এনসিবি ৷ যার ওপর নির্ভর করেই গ্রেফতার করা হয় সুশান্ত সিং রাজপুতের  প্রেমিকা ও অভিনেত্রী রিয়াকে ৷ এর আগে গ্রেফতার করা হয়েছে, রিয়ার ভাই  সৌভিক চক্রবর্তী ও সুশান্তের পরিচারক দীপেশ সাওয়ান্তকেও ৷

তবে এরই মাঝে হঠাৎই ভাইরাল হল রিয়ার ১১ বছর আগে করা একটি ট্যুইট ৷ যেখানে নায়িকা লিখেছিলেন ড্রাগস ব্যবসার সম্পর্কে ৷ কী ছিল সেই ট্যুইটে ? ভাইরাল হওয়া রিয়ার ১১ বছর আগের ট্যুইটে রিয়া লিখেছিলেন, ‘অদ্ভুত এক খবর পড়লাম ৷ যেখানে একটি মেয়ের মাদক ব্যবসায় জড়িত থাকার জন্য ৪ বছরের কারাদণ্ড হলো !’ নেটিজেনরা অনেকেই এই ট্যুইটকে বারে বারে শেয়ার করছেন নানা সোশ্যাল মিডিয়ায় ৷ এই ট্যুইটকে সঙ্গী করে গোটা ঘটনার নিন্দাও করছেন অনেকে ৷ অনেকে তো মনে করছেন রিয়া আসলে নিজের কথাই বলেছেন ১১ বছর আগে !
Published by: Akash Misra
First published: September 8, 2020, 10:53 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर