#কলকাতা: অসুস্থ বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় ৷ শ্বাসকষ্ট হওয়ায় অভিনেতাকে বুধবার সকালে ভর্তি করা হয় বাইপাশের একটি বেসরকরি হাসপাতালে ৷ চিকিৎসকরা জানিয়েছেন ফুসফুসে ও শ্বাসনালিতে সংক্রমনের কারণেই অসুস্থ সৌমিত্র চট্টোপাধ্যায় ৷
চিকিৎসকরা জানিয়েছেন, আইসিইউতে ভর্তি রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায় ৷ চিকিৎসকদের কড়া নজরে রয়েছেন তিনিন ৷ লিভার, বুকের টেস্ট করা হয়েছে ৷ হয়েছে রক্ত পরীক্ষাও ৷ ফুসফুসে ও শ্বাসনালিতে সংক্রমণ ধরা পড়েছে ৷ ৭ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengali cinema, Bengali Movie, Hospital, Kolkata, Soumitra Chatterjee