মুম্বই: রেখা। বলিউডের চিরসবুজ অভিনেত্রী হিসেবে পরিচিত তিনি। শুধুমাত্র তাঁর সৌন্দর্যের কারণে নয়, তাঁর ব্যক্তিগত জীবনের কারণেও বরাবর শিরোনামে থাকেন তিনি। সেই রেখার ব্যক্তিগত জীবন নিয়ে বহু মানুষের কৌতুহলের শেষ নেই।
সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এক সময় অমিতাভ বচ্চনের সঙ্গে খুব সিরিয়াস সম্পর্কে ছিলেন রেখা। তবে, বিগ বি বিবাহিত হওয়ায় সেই সম্পর্ক পরিণতি পায়নি। তবে এই নিয়ে বিগ বি বা রেখার মুখে কখনও কিছুই শোনা যায়নি।
আরও পড়ুন- বাবা হিসেবে সফল! মেয়ে রাহাকে নিয়ে কী বললেন রণবীর? জানলে মুখে হাসি ফুটে উঠবে
শোনা যায়, একটা সময় পাকিস্তানের অধিনায়ক ইমরান খানের সঙ্গেও রেখার বিয়ে ঠিক হয়েছিল। তবে সেই বিয়েও হয়নি। অমিতাভের থেকে আলাদা হওয়ার পর রেখা আবার লাইমলাইটে আসেন। তিনি ব্যবসায়ী মুকেশ আগরওয়ালকে বিয়ে করে আবার খবরের শিরোনামে থাকেন।
অনেকে ভেবেছিলেন, এবার রেখার জীবন স্থির হবে। কিন্তু প্রকৃতি তাঁর জন্য অন্য কিছু পরিকল্পনা করেছিল। জানা যায়, বিয়ের পর পরই রেখা ও মুকেশের মধ্যে মতবিরোধ দেখা দেয়।
জানা যায়, বিয়ের পর থেকেই ডিপ্রেশনে চলে গিয়েছিলেন মুকেশ। তার পর একদিন এমন খবর এল যা শুনে রেখার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আত্মহত্যা করেছিলেন রেখার স্বামী মুকেশ আগরওয়াল।
সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, রেখার ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন মুকেশ। এমন ঘটনার পর রেখা খুব ভেঙে পড়েছিলেন বলে শোনা যায়।
মুকেশ একটি সুইসাইড নোট রেখে গিয়েছিলেন। তাতে লেখা ছিল, তিনি রেখার জন্য তাঁর কোনও সম্পত্তি রেখে যাননি। কারণ রেখা নিজে এতটাই সক্ষম যে তিনি উপার্জন করতে পারেন বলে তাঁর বিশ্বাস।
আরও পড়ুন- বাঙালি অভিনেত্রীর প্রেমে স্মিতা পাটিলের ছেলে, ছবি দিয়ে জল্পনার অবসান প্রতীকের
এদিকে মুকেশের মৃত্যুর জন্য অভিনেত্রীকেও দায়ী করতে শুরু করেন অনেকে। তবে রেখাকে ক্লিন চিট দেয় মুকেশ আগরওয়ালের পরিবারের লোকজন। তাঁদের দাবি ছিল. 'রেখা কখনও আমাদের কাছে কিছু চায়নি'। উল্লেখ্য, রেখা অভিনেতা বিনোদ মেহেরাকে বিয়ে করেছিলেন বলেও শোনা যায়। কিন্তু সেই বিয়েও টেকেনি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।