#মুম্বই: দেখুন দেখি কী কাণ্ড ! পার্টির মাঝখানেই ছবি তুলতে গিয়ে ব্যালেন্স হারালেন রেখা ৷ অল্পের জন্যই মুখ থুবড়ে পড়ার থেকে বাঁচলেন বলিউডের এই বর্ষীয়ান অভিনেত্রী ৷
প্রকাশ্যে এসেছে ডাব্বু রত্নানির ক্যালেন্ডার ৷ আর এই ক্যালেন্ডার লঞ্চের অনুষ্ঠানে এসেই ঘটে গেল গণ্ডগোল ৷ গ্রুপ ছবি তুলতে গিয়েই ফ্যাসাদে পড়লেন রেখা ৷
যে ভিডিওটি এই মহূর্তে ইন্টারনেটে ঝড় তুলেছে, সেখানে দেখা যাচ্ছে, গ্রুপ ছবি তোলার জন্য মাটিতে হাঁটু গেরে বসেছিলেন রেখা ৷ ছবি তোলা শেষ হতেই উঠে দাঁড়াতে গিয়ে ব্যালেন্স সামলাতে পারেন না, বলিউডে এই বর্ষীয়ান অভিনেত্রী ৷ প্রায় মুখ থুবড়ে পড়ার অবস্থা হয়েছিল রেখার ৷ তবে নিজেকে সামলে নেওয়াতে বিপদ ঘটেনি ৷ তবে অল্প হলেও যে তাঁর ব্যথা লেগেছে, তা বোঝা গিয়েছে ব্যালেন্স হারানোর পর তাঁর কাতর চিৎকারে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bollywood, News, Rekha, Viral Video