Home /News /entertainment /
পাহাড়ের ঠাণ্ডায় রবিনার মনে পড়ে গেল শাহরুখ খানের কথা! তারপর?

পাহাড়ের ঠাণ্ডায় রবিনার মনে পড়ে গেল শাহরুখ খানের কথা! তারপর?

এমনিতে যে বলিউডের (Bollywood) এই মস্ত মস্ত নায়িকা ওই এক ইন্ডাস্ট্রির বেতাজ বাদশাহের খুব ঘনিষ্ঠ, তেমন কোনও প্রমাণ সচরাচর উঠে আসেনি চোখের সামনে।

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: এমনিতে যে বলিউডের (Bollywood) এই মস্ত মস্ত নায়িকা ওই এক ইন্ডাস্ট্রির বেতাজ বাদশাহের খুব ঘনিষ্ঠ, তেমন কোনও প্রমাণ সচরাচর উঠে আসেনি চোখের সামনে। শাহরুখ খানের নায়িকা বলতেই চোখের সামনে সব চেয়ে বেশি করে ভেসে ওঠে কাজল (Kajol) আর জুহি চাওলার (Juhi Chawla) মুখ। কাছাকাছি সময়ে হিন্দি ছবির রুপোলি পর্দা সৌন্দর্য আ অভিনয়ের জোরালো যুগলবন্দিতে শাসন করে চললেও রবিনা টন্ডনের সঙ্গে শাহরুখ খানের রুপোলি পর্দার রসায়ন তেমন জমেনি!

আসলে জমবেই বা কী করে! তার জন্য যে সময়টুকু দরকার, সেটা কী রবিনা (Raveena Tandon), কী শাহরুখ, দুই অভিনেতার কেউই পাননি। বলিউডের এই দুই নায়ক আর নায়িকার কেরিয়ারের দিকে যদি তাকাতে হয়, তা হলে দেখা যাবে যে একসঙ্গে তাঁরা ছবি করেছেন মোটে তিনটে! জমানা দিওয়ানা, ইয়ে লমহে জুদাই কে আর জাদু। এর মধ্যে দ্বিতীয়টার কাজ শুরু হয়েছিল ১৯৯৪ সালে, কোনও মতে ছবি শেষ হয়ে তা মুক্তি পায় ২০০৪ সালে। আর তিন নম্বর ছবিটার কাজ বন্ধ হয়ে যায় মাঝপথেই!

কারণ নেহাতই বাণিজ্যিক! রবিনা আর শাহরুখের (Shah Rukh Khan) জুটি দর্শকদের মনে ঝড় তুলতে পারেনি। সেই জায়গা থেকে বলিউডের প্রযোজকরাও আর অর্থ লগ্নি করতে চাননি এই জুটিকে কেন্দ্রে রেখে!

কিন্তু ভারতীয় ছবির ইতিহাসে, বিশেষ করে প্রেক্ষাপটে যদি পাহাড় থাকে, তা হলে শাহরুখের গালে টোল পড়া হাসি আর দুই হাত ছড়িয়ে দেওয়ার ভঙ্গি একটা নিজস্ব জায়গা দখল করে রেখেছে। এত দিনে প্রমাণ হল যে রবিনাও শাহরুখের সেই ওপেন আর্ম জেশ্চারের বিশেষ ভক্ত। হিমাচল প্রদেশের (Himachal Pradesh) বরফে মোড়া উপত্যকায় সে ভাবেই সম্প্রতি ধরা দিলেন তিনি!

খবর বলছে যে নাম প্রকাশ না হওয়া এক প্রোজেক্টের কাজে রবিনা এখন আছেন হিমাচল প্রদেশে। সেখানকার বরফে মোড়া পরিবেশে সম্প্রতি নিজের বেশ কয়েকটা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি। সঙ্গে সুইজারল্যান্ডের শাহরুখ উত্তর প্রদেশে এই কথাটুকুও লিখতে ভোলেননি!

সেই ছবিগুলো তো দেখছেনই! কী মনে হয়, এই ওপেন আর্ম জেশ্চারে কাকে বেশি ভালো মানায়? রবিনা না শাহরুখ?

Published by:Akash Misra
First published:

Tags: Bollywood, Raveena Tandon