#নিউ ইয়র্ক: ফের শিল্পজগতে শোকের ছায়া। মারণ ভাইরাস করোনা কেড়ে নিল জনপ্রিয় সঙ্গিতশিল্পীর প্রাণ। মাত্র ৩৫ বছরে বিদায় নিলেন জনপ্রিয় র্যাপার ফ্রেড দ্য গডসন।
শিল্পীর বন্ধু ডিজে সেল্ফ মৃত্যুর খবর নিশ্চিত করে ইনস্টাগ্রামে লেখেন, '' সবাই ফ্রেডকে ভীষণ ভালবাসত। কোনওদিন ওর সম্পর্কে কেউ একটা খারাপ কথা বলেনি। তোমার আত্মা শান্তি পাক, তুমি শান্তিতে ঘুমিও ভাই।''
ফ্রেড-এর আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়ে সঙ্গীতদুনিয়া। সোশ্যাল মিডিয়ায় প্রয়াত গায়কের স্মৃতির উদ্দেশে শোকজ্ঞাপন করে গোটা দুনিয়া।ফ্রেড দ্য গডসনের স্পোকসপার্সন জানান, '' করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ফ্রেড। আইসিউতে ভর্তি ছিলেন। বুধবার পর্যন্ত চিকিৎসায় ভালই সাড়া মিলছিল। কিন্তু জ্বর নেমে গেলেও কিডনি ঠিকমত কাজ করছিল না। পাশাপাশি অ্যাসথমা থাকায় রিস্ক বহুগুণ বেড়ে যায়।''
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।