corona virus btn
corona virus btn
Loading

তুমি আর জামা পরবে না ! রণবীরের খালি গায়ের ছবি দেখে তুমুল শোরগোল ইন্টারনেটে

তুমি আর জামা পরবে না ! রণবীরের খালি গায়ের ছবি দেখে তুমুল শোরগোল ইন্টারনেটে

এক রাতেই ২৩ লাখ ৩০ হাজার লাইক! হ্যাঁ, এমনটাই ঘটালেন বলিউডের হ্যান্ডসাম হাঙ্ক রণবীর সিং ৷

  • Share this:

#মুম্বই: এক রাতেই ২৩ লাখ ৩০ হাজার লাইক! হ্যাঁ, এমনটাই ঘটালেন বলিউডের হ্যান্ডসাম হাঙ্ক রণবীর সিং ৷ ইনস্টাগ্রামে শার্ট খুলে, খালি গায়ে, পেশি দেখানো এমন এক ছবি দিলেন রণবীর, যা দেখে গোটা সোশ্যাল মিডিয়ায় উত্তাল গুঞ্জন !

ইনস্টাগ্রামে রণবীর নতুন এক হট ছবি দিয়ে লিখলেন, ‘তুমি কার্বস খেলে এভাবেই দেখব !’ আর তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় উত্তাল আলোচনা ৷ কেউ কেউ প্রশংসা করছেন, কেউ আবার রণবীর এমন রূপ দেখে সমালোচনা করতে ব্যস্ত ৷

তবে এরই মাঝে রণবীরকে বকে দিলেন পরিচালক জোয়া আখতার ৷ ছবির নীচে কমেন্টে লিখলেন, ‘বিহেভ রণবীর !’

দেখুন রণবীরের সেই ভাইরাল ছবি---

ran 11

First published: August 1, 2019, 3:47 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर