corona virus btn
corona virus btn
Loading

‘আগুন লেগে গেল’, দীপিকাকে দেখে রণবীর যা লিখলেন !

‘আগুন লেগে গেল’, দীপিকাকে দেখে রণবীর যা লিখলেন !
  • Share this:

#মুম্বই: বাপরে বাপ, কী প্রেমরে বাবা ! বিয়ের আগেও সোশ্যাল মিডিয়াতে পিডিএ-র ছড়াছড়ি ৷ বিয়ের পরও কমছে না ! গোটা দুনিয়াকে কাঁপিয়ে-ঝাঁপিয়ে বিয়েটা সেরে ফেললেন, বিয়ের ছবি যাতে ফাঁস না হয়, কাক-পক্ষীকেও ঢুকতে দিলেন না বিয়ের আসরে ৷ আর এবার দেখুন, বউ দীপিকা যখন ইনস্টাগ্রামে ছবি শেয়ার করছেন, তখনই এত্ত আদিখ্যেতা !

গপ্পোটা হল, বিয়ে পর্ব শেষে দীপিকা পাড়ুকোন এক ম্যাগাজিনের ফটোশ্যুটে ব্যস্ত হয়ে পড়েছেন ৷ আর সেই বোল্ড ফটোশ্যুটের ছবিই সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়ার পর থেকেই নতুন করে গোটা বলিউডে ফের দীপিকা ঝড় ! আর সেই ছবি দেখেই চুপটি থাকতে পারেননি রণবীর সিং ৷ সোশ্যাল মিডিয়ায় টুক করে কমেন্ট করলেন, ‘আগুন লেগে গেল !’

বিয়ের আগেও দীপিকা-রণবীরকে একে অপরের ছবিতে কমেন্ট করতে দেখা গিয়েছে, বিয়ের আগে তাঁদের এই প্রেম দর্শন নিয়ে কম গুঞ্জন ওঠেনি ! তবে দু’জনেই ছিলেন এ ব্যাপারে বিন্দাস ৷ ঠিক এখন যেমন ৷

deep

First published: December 7, 2018, 2:59 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर