#মু্ম্বই: যাই হয়ে যাক, প্রেম একেবারে একশো শতাংশ ! হ্যাঁ, এই কথাটা একেবারেই যেন খাটে রণবীর সিংয়ের জন্য ৷ তিনি ফের প্রমাণ করে দিলেন, দীপিকাকে তিনি মন-প্রাণ দিয়ে ভালবাসেন ৷ যাই হয়ে যাক, তিনি সব সময়ই রয়েছেন দীপিকার পাশে !
এনসিবি-র কাছ থেকে তলব পেয়ে দীপিকা শুক্রবারই গোয়া থেকে মুম্বই এসে পৌছেছেন ৷ শনিবার প্রায় ৫ ঘণ্টা ধরে দীপিকাকে জেরা করেছেন এনসিবি কর্তারা৷ এমনকী, ড্রাগস চ্যাটের কথা স্বীকারও করেছেন দীপিকা ৷ জানা গিয়েছে, এনসিবি-র কড়া জেরার মুখে পড়ে হাউ হাউ করে নাকি কেঁদে ফেলেছিলেন বলিউডের মস্তানি ৷ তবে মস্তানির কী চিন্তা, তাঁর পাশে তো পাহাড় হয়ে দাঁড়িয়ে আছেন বলিউডের বাজিরাও ৷ আর তাই তো বিপদের দিনেও, তোমার পাশে আছি ! একথা নিশ্চুপে বলে দিলেন রণবীর ৷ বিমানবন্দর থেকে যেই না বের হলেন দীপিকা ৷ অজস্র ক্যামেরার সামনে দীপিকার হাত শক্ত করে ধরে গাড়িতে উঠলেন রণবীর ৷ সবাইকে দেখিয়ে দিলেন, যাই হয়ে যাক... আমি তোমাকেই ভালবাসব ৷এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসতেই ঝড়ের বেগে শেয়ার হচ্ছে ৷ আর সবাই রণবীরের প্রশংসায় পঞ্চমুখ ৷ নেটিজেনরা বলছেন, এটাই তো আসল প্রেম ৷ সিনেমার পর্দায় বহুবার দীপিকা-রণবীরের প্রেমের জাদু দেখা গিয়েছে ৷ তা রামলীলা হোক কিংবা বাজিরাও মস্তানি ৷ এমনকী, বিয়ের আগে এবং পরেও দীপিকার প্রতি ‘রক্ষক’ সুলভ আচরণও একেবারে স্পষ্ট রণবীরের ৷ সেই প্রেমই আবার প্রকাশ পেল বিমানবন্দরের এই ভিডিওতে ৷