corona virus btn
corona virus btn
Loading

ক্রিকেট খেলে আমিরকে চ্যালেঞ্জ ছুঁড়লেন রণবীর !

ক্রিকেট খেলে আমিরকে চ্যালেঞ্জ ছুঁড়লেন রণবীর !

ভাবছেন এটা আমার কীরকম ব্যাপার ! সিনেমা ছেড়ে আমির খানকে, ক্রিকেটে কেন চ্যালেঞ্জ ছুঁড়লেন রণবীর সিং ৷

  • Share this:

#মুম্বই: ভাবছেন এটা আমার কীরকম ব্যাপার ! সিনেমা ছেড়ে আমির খানকে, ক্রিকেটে কেন চ্যালেঞ্জ ছুঁড়লেন রণবীর সিং ৷ তাহলে কী বলিউড মাঠ ছেড়ে সোজা খেলার মাঠে রওনা দিয়েছেন রণবীর-আমির !

কোনও স্পেকুলেশন করার আগেই, আসল গপ্পোটা হল আমির আছেন নিজের মতোই ৷ বরং রণবীর কাপুর এখন কিছুদিন সিনেমা থেকে ছুটি নিয়ে পৌঁছে গিয়েছেন সুইৎজারল্যান্ডে ৷ আর সেখানেই বরফের মধ্যে রণবীর মত্ত ক্রিকেট খেলায় ৷

এরকমটা রণবীর প্রথম নয়, এর আগেও বহুবার করেছেন ৷ এই তো গত বছর ইউরোপে ঘুরে ঘুরে নকল করে বেরিয়ে ছিলেন শাহরুখ খানকে ৷ তবে এবার তাহলে কোন দিক থেকে আমিরকে টেনে আনলেন রণবীর?

গপ্পোটা হল, ফোটোগ্রাফার রোহন শ্রেষ্ঠার সঙ্গে জমিয়ে ক্রিকেট খেললেন রণবীর ৷ সেই খেলার ভিডিও আপলোড করলেন ট্যুইটারে ৷ আর সেখানেই টেনে আনলেন আমিরের ছবি ‘লাগান’-এর প্রসঙ্গ !

রণবীরের এই ভিডিও দেখে বলিউডের অনেকেরই মত, অভিনয় না করে ক্রিকেট কমেন্ট্রিতে গেলেও ভালোই করতেন ৷ তবে ভিডিও দেখে বোঝা যায়, ক্রিকেটাও ভালো খেলেন রণবীর !

First published: March 5, 2017, 4:09 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर