corona virus btn
corona virus btn
Loading

দীপিকার কথায় এই তিনটে নিয়ম মানতে বাধ্য হচ্ছেন রণবীর !

দীপিকার কথায় এই তিনটে নিয়ম মানতে বাধ্য হচ্ছেন রণবীর !
  • Share this:

#মুম্বই: পর্দা কাঁপান নিজের তেজে ! সিম্বা হয়ে বক্স অফিস তোলপাড় ৷ কিন্তু ঘরে ফিরলেই একেবারে বিড়াল হয়ে যান রণবীর সিং ৷ হ্যাঁ, দীপিকার সঙ্গে বিয়ের পর এরকমই গুঞ্জন শোনা যাচ্ছে গোটা বলিউডে ৷ দীপিকার ভয়ে নাকি মুখে একেবারে কুলুপ এঁটে রয়েছেন রণবীর সিং ৷

গপ্পোটা হল, বিয়ের পর থেকেই রণবীর সিংয়ের জন্য কয়েকটা নিয়ম বেঁধে দিয়েছেন দীপিকা পাড়ুকোন ৷ আর সেই নিয়মের বাইরে গেলেই নাকি রণবীরকে বকাবকিও করতে ছাড়ছেন না দীপিকা ৷

তা রণবীরের জন্য কী নিয়ম বাঁধলেন দীপিকা ?

জানা গিয়েছে, দীপিকার কড়া নিয়ম বাড়ি থেকে পেট খালি রেখে বের হওয়া যাবে না ৷ ব্রেকফাস্ট করেই বাড়ির বাইরে পা রাখতে হবে ৷ শুধু তাই নয়, দিনে অন্তত ৪ বার দীপিকাকে ফোন করতে হবে ৷ আর অবশ্যই দীপিকাকে ছেড়ে রাতে ডিনার করে বাড়িতে ঢোকা যাবে না !

শোনা গিয়েছে, রণবীর নাকি এই প্রত্যেকটি নিয়মই মাথা পেতে মেনে নিচ্ছেন ৷ কারণ, একটাই বাজিরাও ভালোবাসেন তাঁর মস্তানিকে !

First published: January 15, 2019, 8:38 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर