• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • বাসের মধ্যে সহ-অভিনেতাকে ঠোঁট ঠাসা চুমু ! রণবীরের ভিডিও ভাইরাল

বাসের মধ্যে সহ-অভিনেতাকে ঠোঁট ঠাসা চুমু ! রণবীরের ভিডিও ভাইরাল

দেখুন কী কাণ্ড ! লজ্জা-সরম কিচ্ছুটি নেই রণবীর সিংয়ের ৷ আরও কারও কথা ভাবুক না ভাবুক, ঘরণী দীপিকার কথা তো একটু ভাবতে হয়, দীপিকা যদি একথা জানতে পারে, তাহলে কেমন দুঃখ পাবেন বলুন তো? দীপিকার কাছে গোপন থাকবেও বা কী করে?

দেখুন কী কাণ্ড ! লজ্জা-সরম কিচ্ছুটি নেই রণবীর সিংয়ের ৷ আরও কারও কথা ভাবুক না ভাবুক, ঘরণী দীপিকার কথা তো একটু ভাবতে হয়, দীপিকা যদি একথা জানতে পারে, তাহলে কেমন দুঃখ পাবেন বলুন তো? দীপিকার কাছে গোপন থাকবেও বা কী করে?

দেখুন কী কাণ্ড ! লজ্জা-সরম কিচ্ছুটি নেই রণবীর সিংয়ের ৷ আরও কারও কথা ভাবুক না ভাবুক, ঘরণী দীপিকার কথা তো একটু ভাবতে হয়, দীপিকা যদি একথা জানতে পারে, তাহলে কেমন দুঃখ পাবেন বলুন তো? দীপিকার কাছে গোপন থাকবেও বা কী করে?

 • Share this:

  #মুম্বই: দেখুন কী কাণ্ড ! লজ্জা-সরম কিচ্ছুটি নেই রণবীর সিংয়ের ৷ আরও কারও কথা ভাবুক না ভাবুক, ঘরণী দীপিকার কথা তো একটু ভাবতে হয়, দীপিকা যদি একথা জানতে পারে, তাহলে কেমন দুঃখ পাবেন বলুন তো? দীপিকার কাছে গোপন থাকবেও বা কী করে? চুমুর ভিডিও তো ভাইরাল সোশ্যাল মিডিয়ায় !

  ব্যাপারটা একটু খোলসা করা যাক ৷ গপ্পোটা হল, নতুন ছবি ৮৩-এর প্রোমোশনে এখন ব্যস্ত রণবীর সিং ও পুরো টিম ৷ আর এই প্রোমোশনের ফাঁকেই চুমু কাণ্ডে ফেঁসে গেলেন রণবীর সিং ৷

  প্রোমোশনের জন্য গোটা ছবির টিম একটি বাসে করে শহরের নানা জায়গায় ঘুরছেন ৷ আর এই ঘোরার ফাঁকেই ক্যামেরার সামনে নিজের সহ অভিনেতা যতীন স্বর্ণের ঠোঁটে ঠোঁট বসিয়ে দিলেন রণবীর ! ব্যস, বাসের ভিতরে থাকা অন্য অভিনেতারা তো একেবারে থ ! এমনকী, ক্যামেরাতে সেই ঘটনা রেকর্ড করে ছড়িয়েও পড়েছে সোশ্যাল মিডিয়ায় ৷

  দেখুন সেই ভিডিও--

  Published by:Akash Misra
  First published: