#মুম্বই: লকডাউনে থেকে রণবীর সিং কিন্তু একেবারে মন দিয়েছেন তাঁর নিজের চেহারার প্রতি৷ তাই তো ঘরেই থেকে জিমে বেশিরভাগ সময় কাটাচ্ছেন নায়ক ৷ কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় রণবীর শেয়ার করেছিলেন তাঁর জিমের ভিডিও ৷ যেখানে তাঁকে দেখা গিয়েছিল, হেভি ওয়েট জিমই এখন তাঁর সবথেকে প্রিয় ! সেই হেভি ওয়েট জিমের ফলাফলই এবার ধরা পড়ল রণবীরের নতুন ছবিতে ৷
বলিউডের হ্যান্ডসাম হাঙ্ক এই রণবীর সিং এবার তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে শেয়ার করলেন পেশীবহুল ছবি ৷ তাঁকে দেখা গেল এক জিমের গেঞ্জি ও মাথায় টুপি পরে বসে আছেন রণবীর ৷ কাঁধ, বুক জুড়ে ফুলে উঠেছে পেশী !
ছবি আপলোড করে রণবীর লিখলেন, ‘নো ডেজ অফ’ ! আর তাই এই ছবি দেখে নেটিজেনরা বলছেন, হাল্ক নাকি রণবীর !
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Ranveer Singh