corona virus btn
corona virus btn
Loading

খালি গলায় 'রঞ্জিস হি সাহি' গাইলেন শ্রেয়া ঘোষাল ! মুহূর্তে ভাইরাল ভিডিও

খালি গলায় 'রঞ্জিস হি সাহি' গাইলেন শ্রেয়া ঘোষাল ! মুহূর্তে ভাইরাল ভিডিও
photo source collected

এই গানের সঙ্গে পিয়ানো বাজিয়েছেন শ্রেয়া নিজেই।

  • Share this:

#মুম্বই: শ্রেয়া ঘোষাল। আমাদের দেশের জনপ্রিয় গায়িকাদের মধ্যে তিনি একজন। শ্রেয়া শুধু হিন্দিতে নয়, বাংলা গানেও মন জয় করেছেন মানুষের। তাঁর গলার যাদুতে মেতে ওঠে মন। দেশে করোনা ভাইরাস থাবা বসানোর পর এক প্রকার থমকে রয়েছে বিনোদন জগত। এই সময় গানের শো থেকে শুরু করে তেমন বড় কিছুই হচ্ছে না। গোটা লকডাউন সময়টায় বাড়িতেই নিয়ম মেনে কাটিয়েছেন তিনি। তবে তাঁর গান থেমে থাকেনি। নিজের ইউটিউব চ্যানেলে নতুন গান রিলিজ করেছেন। স্বাধীনতা দিবসের দিন শ্রেয়ার গান মন ভরিয়েছে মানুষের।

শ্রেয়া মাঝে মধ্যেই নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে খালি গলায় গান গেয়ে শেয়ার করেন। গোটা লকডাউনে তিনি বহুবার গান গেয়েছেন খালি গলায়।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শ্রেয়ার গাওয়া গান 'রঞ্জিস হি সাহি' ফের একবার ভাইরাল হয়। এই গানটিও খালি গলায় গেয়েছেন তিনি। মেহেদি হাসানের কঠিন গজল গাইলেন তিনি অনায়াসে। এই ভিডিওটি বেশ পুরনো। নতুন করে এই ভিডিও শেয়ার করেছেন সত্রাজিৎ সেন। অন্য গানের মতো শ্রেয়ার গাওয়া এই গান শুনে দর্শক আবার মেতে উঠেছেন। এই গানের সঙ্গে পিয়ানো বাজিয়েছেন শ্রেয়া নিজেই।

Published by: Piya Banerjee
First published: August 29, 2020, 12:28 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर