#মুম্বই: সালটা ২০০৫। বলিটাউনের অলিতে গলিতে কান পাতলেই শোনা যেত রানি মুখোপাধ্যায় ও অভিষেক বচ্চনের গরমাগরম 'লাভস্টোরি' নিয়ে হাজারো গুঞ্জন! চর্চায় ছিল এই জুটির সুপারডুপার হিট ছবি 'বান্টি অউর বাবলি'-ও।
তবে, একটা সময়ে 'বান্টি অউর বাবলি'র প্রেমের রেলগাড়ি বেলাইন হয়ে যায়। ভেঙে যায় রনি-অভিষেকের সম্পর্ক। এরপর গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়েছে! ২০০৭ সালে ঐশ্বর্য রাই-য়ের সঙ্গে গাটছড়া বাঁধলেন অভিষেক। ২০১৪ সালে আদিত্য চোপড়ার সঙ্গে সাতপাকে ঘুরলেন রানি। এ'পর্যন্ত তো সবার জানা খবর! 'নয়া' খবর, ফের প্রাক্তন প্রেমিকার কাছেই ফিরছেন অভিষেক!
না, রিয়েল লাইফে নয়, রিল লাইফে । 'বান্টি অউর বাবলি'র সিক্যুয়াল বানাচ্ছেন পরিচালক সাজিদ আলি। কাস্টিং একই থাকছে! কাজেই, অতীতের সমস্ত তিক্ততা ভুলে ফের একবার কাছাকাছি আসছেন অভিষেক ও রানি। শুধু তাঁরা জু'জনেই নন, থাকছেন অমিতাভ বচ্চনও। শোনা যাচ্ছে, আগামী মাস থেকেই শুরু হবে ছবির শ্যুটিং।
প্রসঙ্গত, 'বান্টি অউর বাবলি' ছাড়াও 'কভি অলবিদা না কেহেনা' (২০০৬), 'লাগা চুনরি মে দাগ' (২০০৭), 'যুবা' (২০০৪) সহ রানি ও অভিষেক জুটির একাধিক ছবিই বক্স অফিসে হিট।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Abhishek Bachchan, Bunty aur bably sequel, Rani Mukherjee