#মুম্বই: শাহিদ কাপুর তো আবার বাবা হলেন ৷ মেয়ের পর এবার মীরী রাজপুতের কোল জুড়ে এল পুত্র সন্তান ৷ আর অন্যদিকে সলমনকে বাবা হওয়ার জন্য শুভেচ্ছা জানালেন রানি মুখোপাধ্যায় !
ব্যাপারটা একেবারেই রসিকতা ৷ আর এই রসিকতা শুধু রানিই নয়, করলেন শাহরুখ খানও ৷ গপ্পোটা হল, সলমনের দশ কা দম শোতে অংশ নিয়ে রীতিমতো সলমনের সঙ্গে রসিকতায় মেতে উঠলেন রানি ও শাহরুখ ৷ শাহরুখ জানালেন, ‘আব্রাম পুরো সলমনের মতো ৷ মেয়ে দেখলেই আই লাভ ইউ বলে ওঠে !’
আর অন্যদিকে, রানি সোজাসাপটা বলে উঠলেন, ‘সলমনকে প্রথমেই শুভেচ্ছা জানিয়ে রাখি ৷ আমি চাই সলমনের একটা সুন্দর মেয়ে হোক, আর সেই মেয়ের সঙ্গে চুটিয়ে প্রেম করুক আব্রাম ৷ আমরা সবাই মিলে সেই আব্রাম ও সলমনের মেয়ের বিয়ে দেব !’
পুরো ব্যাপারটাকে কিন্তু বেশ সাহসীভাবে নিয়েছেন সলমন ৷ রানি ও শাহরুখকে ধন্যবাদ দিতে ভোলেননি সলমন !
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bollywood, Rani Mukherjee, Salman Khan