corona virus btn
corona virus btn
Loading

তাপসী দিদির সস্তা কপি, ট্যুইটারে কুরুচিকর আক্রমণ কঙ্গনার বোন রঙ্গোলির

তাপসী দিদির সস্তা কপি, ট্যুইটারে কুরুচিকর আক্রমণ কঙ্গনার বোন রঙ্গোলির
photo: Collected
  • Share this:

#মুম্বই: ট্যুইটারে অযথা তাপসী পন্নুকে আক্রমণ করে বিপাকে পড়লেন কঙ্গনা রনাওতের বোন রঙ্গোলি চান্দেল৷ রঙ্গোলি হঠাৎই ট্যুইট করে বসেন, তাপসী নাকি কঙ্গনার সস্তা কপি! কারণ কী?

বিষয়টা শুরু হয় কঙ্গনার আগামী জাজমেন্টাল হ্যায় কেয়া-র ট্রেলর মুক্তি পাওয়ার পরই৷ বলিউডের অনেকের মতোই তাপসীও ট্যুইট করেন৷ লেখেন জাজমেন্টাল হ্যায় কেয়া-র ট্রেলর "কুল৷"  তাতেই বেজায় চটেন রঙ্গোলি৷

তার বক্তব্য, তাপসী ট্রেলকে কঙ্গনার কথা উল্লেখ করেননি৷ কারণ তিনি কঙ্গনাকে নকল করেন৷ এমনকী, তাপসী কঙ্গনার ডবল ফিল্টার প্রয়োজন বলে নাকি তার দিদিকে অপমান করেছেন এমন কথাও বলেন তিনি৷ যদিও, এর কোনওটা  সম্পর্কেই কোনও প্রমাণ দিতে পারেননি রঙ্গোলি৷

রঙ্গোলিকে শান্ত করতে আসরে নেমেছিলেন অনুরাগ কাশ্যপ৷ তিনি লেখেন, কেউ ট্রেলরের প্রশংসা করেছেন মানে ট্রেলরের সবকিছুই তার ভাল লেগেছে৷ কঙ্গনা তো ট্রেলরেরই অঙ্গ৷ এতে অনুরাগের ওপরও চটে যান রঙ্গোলি৷ তার বক্তব্য, কঙ্গনাকে সবাই এত আক্রমণ করেছে যে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন৷ কে না কঙ্গনার মতো হতে চায়?

প্রসঙ্গত, কঙ্গনা রনাওত নিজে সোশ্যাল মিডিয়ায় নেই৷ রঙ্গোলি তার সোশ্যাল মিডিয়া মুখপাত্র৷

First published: July 5, 2019, 10:30 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर