হোম /খবর /বিনোদন /
বিনোদন সাংবাদিকরা পিকনিকে, তাই কি কলকাতায় আসার দিন বদলালেন রণবীর? জল্পনা

বিনোদন সাংবাদিকরা পিকনিকে, তাই কি কলকাতায় আসার দিন বদলালেন রণবীর? জল্পনা

বিনোদন সাংবাদিকরা পিকনিকে, তাই কি কলকাতায় আসার দিন বদলালেন রণবীর? জল্পনা

বিনোদন সাংবাদিকরা পিকনিকে, তাই কি কলকাতায় আসার দিন বদলালেন রণবীর? জল্পনা

বদল হল রণবীর কাপুরের কলকাতায় আসার তারিখ।

  • Share this:

বদল হল রণবীর কাপুরের কলকাতায় আসার তারিখ। মুক্তি পেতে চলেছে তাঁর নতুন ছবি 'তু ঝুটি ম্যায় মক্কার'। এই ছবির প্রচারে শনিবার শহরে আসার কথা ছিল রণবীরের। তবে ওই দিন পিকনিকের আমেজে ডুবে থাকবেন কলকাতার বিনোদন বিভাগের সাংবাদিকরা। অর্থাৎ, যাঁরা কলকাতায় বিনোদন বিভাগের খবর করেন, তাঁরা সম্ভবত সেদিন কেউই কাজ করবেন না।

তাই ছবিটির জনসংযোগ বিভাগ থেকে কলকাতার বিভিন্ন সংবাদ প্রতিষ্ঠানগুলির সঙ্গে যোগাষোগ করলে জানানো হয়,  কেউই ওই দিন সাংবাদিক বৈঠকে থাকতে পারবেন না । তাই বদলে ফেলতে হয়  রণবীরের শহরে আসার তারিখ। জানা গিয়েছে, শনিবারের পরিবর্তে রবিবার বেলা ২টো নাগাদ ছবির প্রচারে আসতে পারেন  কাপুর-পুত্র।

আরও পড়ুন: দিলীপ-মধুবালার অমর প্রেম কাহিনী! এই একটি জেদই শেষ করে দিয়েছিল সম্পর্ক

আগামী ৮ মার্চ মুক্তি পেতে চলেছে লভ রঞ্জন পরিচালিত 'তু ঝুটি ম্যায় মক্কার '। ছবিতে রণবীরের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে শ্রদ্ধা কাপুরকে। মহামারীর কারণে বহুদিন ধরে পিছিয়ে গিয়েছিল এই ছবির শ্যুটিং। অবশেষে আগামী মাসেই মুক্তি পেতে চলেছে  'তু ঝুটি ম্যায় মক্কার '।

Published by:Anulekha Kar
First published:

Tags: Entertainment, Ranbir Kapoor