#মুম্বই: সিনেমার জন্য লুক চেঞ্জ করাটা একেবারেই নতুন নয় রণবীর কাপুরের কাছে ৷ ঠিক যেমন, ‘সঞ্জু’ ছবির জন্য সঞ্জয় দত্ত সাজতে নানা ধরণের লুকে দেখা গিয়েছিল রণবীরকে ৷ তবে এবার অন্য কোনও হিরোর জন্য নয়, বরং নিজের ছবিতেই একদম আলাদা রূপ ধরলেন রণবীর ৷ পেশি ফুলিয়ে, এক মুখ দাড়ি রেখে রণবীরের চেহারা যেন রণং দেহি !
গপ্পোটা হল, পরিচালক করণ মালহোত্রার ছবি ‘সমসেরা’তে এক ডাকাতের চরিত্রে দেখা যাবে রণবীরকে ৷ আর এই ছবির জন্যই এরকম লুক নিয়েছেন রণবীর ৷ ইতিমধ্যেই ইন্টারনেটের কল্যাণে রণবীরের এই লুক ভাইরাল ৷
দেখুন রণবীরের সেই লুক--
Loading...View this post on InstagramThis is Best Transformation for #shamshera . #RanbirKapoor for #shamshera look @yrf .