মুম্বই : বলিউড এখন তাকিয়ে আছে বহু প্রতীক্ষিত রণবীর আলিয়ার বিয়ের অনুষ্ঠানের দিকে৷ দুই পরিবারের সিলমোহর না থাকলেও বাতাসে গুঞ্জন, তাঁরা বিয়ে করছেন আগামী ১৭ এপ্রিল৷ আবার কোনও সূত্রের দাবি, বিয়ে হবে ১৫ এপ্রিল৷
ভাট এবং কপূর, দুই পরিবারেই বিয়ের তোড়জোড় তুঙ্গে৷ শোনা যাচ্ছে, রালিয়ার বিয়ের অনুষ্ঠান শুরু হবে ১৩ এপ্রিল৷ সেদিন তাঁদের বিয়ের মেহন্দি অনু্ষ্ঠান৷ সেদিন নাকি আলিয়ার হবু শ্বাশুড়ি নীতু কপূর পরবেন মনীশ মালহোত্রার নক্সা করা পোশাক৷
রণবীর ও আলিয়ার যার যার বাড়িতে মেহন্দি অনুষ্ঠান হবে৷ পরের দিন থাকছে ‘হলদি’ ও ‘সঙ্গীত’৷ তার পর দিন গাঁটছড়া বাঁধবেন দুই তারকা৷ সংবাদমাধ্যমে প্রকাশিত, সম্পূর্ণ পঞ্জাবি ঘরানায় তাঁদের বিয়ে হবে৷ বিয়ের অনুষ্ঠানে মনীশ মালহোত্রা এবং সব্যসাচীর নক্সায় তৈরি পোশাক পরবেন আলিয়া৷ রণবীরও নাকি সাজবেন মনীশের তৈরি পোশাকেই৷
আরও পড়ুন : বুটিদার স্বচ্ছ পোশাকে উন্মুক্ত বিভাজিকা, বিয়ের আগে আলিয়াকে দেখুন কনের সহচরী রূপে
এই গুঞ্জনের পিছনে কারণও আছে৷ ‘পিঙ্কভিলা’-য় প্রকাশিত, গত ৬ এপ্রিল নীতুকে তাঁর টিমের সঙ্গে দেখা গিয়েছে মনীশের স্টোরে৷ সেখান থেকে বেরিয়ে হাতে পোশাকের বড় প্যাকেট নিয়ে তাঁদের রণবীরের বান্দ্রার বাড়িতে যেতে দেখা গিয়েছে৷
আরও পড়ুন : বিয়ের পর এখানেই নাকি মধুচন্দ্রিমায় যাচ্ছেন রণবীর ও আলিয়া
আরও পড়ুন : নাতনির বিয়ে দেখে যেতে চান আলিয়ার দাদু, ভাইরাল রালিয়ার বিয়ের ‘আমন্ত্রণপত্রও’!
আলিয়ার দুই প্রিয় সখী আকাঙ্খা রঞ্জন এবং অনুষ্কা রঞ্জন একটি বিশেষ পার্টির পরিকল্পনা করেছেন বলেও জানা গিয়েছে৷ সম্ভবত আলিয়ার বাড়িতেই ওই পার্টি হবে৷ যেখানে আমন্ত্রিত থাকবেন তাঁর ছোটবেলার বান্ধবীরা৷ অন্যদিকে রণবীর তাঁর ব্যাচেলর পার্টির পরিকল্পনা করেছেন অর্জুন কপূর, আদিত্য রয় কপূর এবং অয়ন মুখোপাধ্যায়ের সঙ্গে৷ এই পার্টিও হবে তাঁর বাড়িতে এবং আমন্ত্রিত থাকবেন তাঁর ঘনিষ্ঠ বন্ধুবান্ধবরা৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Alia Bhatt, Ranbir Kapoor