corona virus btn
corona virus btn
Loading

কবে কী পোশাক পরছেন রণবীর? আজকাল হিসেব রাখছেন আলিয়া ভাট!

কবে কী পোশাক পরছেন রণবীর? আজকাল হিসেব রাখছেন আলিয়া ভাট!
  • Share this:

#মুম্বই: জমে উঠেছে রণবীর-আলিয়া প্রেম ৷ যেখানে যাচ্ছেন রণবীর, সেখানেই পৌঁছে যাচ্ছেন আলিয়া ভাট ৷ আবার উল্টো কাণ্ডটাও ঘটছে ৷ এমনকী, শোনা যাচ্ছে খুব শীঘ্রই নাকি সাত পাকে বাঁধা পড়তে চলেছেন রণবীর ও আলিয়া ৷ তবে এসব খবর একেবারেই বলিউডের গুঞ্জন ৷ আর এই গুঞ্জনকে উসকেই চলেছে আলিয়া ভাট নিজেই !

গপ্পোটা হল, সম্প্রতি ফ্লিপকার্টের এক বিজ্ঞাপনে একসঙ্গে দেখা গিয়েছে রণবীর ও আলিয়া ভাটকে ৷ আর সেই বিজ্ঞাপনেই দেখা গিয়েছে, রণবীরের সব কটা পোশাকের খবর রাখছেন আলিয়া ভাট ৷ কবে কোন পোশাক পরছেন, সেই পোশাকের রং কী? সবই একেবারে নখ দর্পণে আলিয়ার ৷ একেবারে ঝরঝরে মুখস্থ !

ইতিমধ্যেই ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শ্যুটিং শেষ করে ফেলেছেন আলিয়া ও রণবীর ৷ আর শ্যুটিংয়ের সময় থেকেই প্রেম দানা বেঁধেছিল দু’জনের ৷ তবে প্রেম তো রয়েইছে ৷ প্রেমের বাইরে নজর কেড়েছে আলিয়া ও রণবীরের স্টাইল স্টেটমেন্টও ৷ আর সেই কারণেই ফ্লিপকার্ট এই দুই তারকাকে নিয়ে বিজ্ঞাপন করেছেন এই প্রথমবার ৷ তবে শুধু বলিউডের তারকাদের নিয়েই নয়, দক্ষিণী নায়ক-নায়িকাদের জুটি নিয়েও বিজ্ঞাপনের মাঠে নেমে পড়েছে ফ্লিপকার্ট ৷ কারণ, অনলাইনে তো ফ্লিপকার্টই সেরা !

First published: May 27, 2019, 6:55 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर