#মুম্বই: আরও একটি গ্র্যান্ড ওয়েডিং এর জন্য বলিউড প্রায় প্রস্তুত। আলিয়া ভাট ও রণবীর কাপুর (Ranbir Kapoor Alia bhatt Wedding) বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। তারকা জুটির বিয়ের খুঁটি নাটি নিয়ে নেটিজেনদের মধ্য়ে জল্পনা তুঙ্গে। এবার আলিয়ার ভাই রাহুল ভাট আলিয়া-রণবীরের বিয়ে নিয়ে কিছু তথ্য ফাঁস করলেন।
প্রথম থেকেই শোনা যাচ্ছিল রণবীর ও আলিয়ার বিয়েতে শুধুমাত্র ঘনিষ্ঠ পরিজন ও বন্ধুরাই নিমন্ত্রিত। এবার রাহুল ভাট জানালেন, বিয়েতে নিমন্ত্রিত থাকবেন মাত্র ২৮ জন। এঁদের মধ্যে অধিকাংশই পরিবারের সদস্য় বলে জানিয়েছেন তিনি। মুম্বইয়ের চেম্বুরে আরকে হাউজে আলিয়া ও রণবীরের বিয়ের আসর বসবে। একটি বড় বাসে করে তাঁরা সবাই আরকে হাউজে পৌঁছবেন বলে জানা যাচ্ছে। বাসে যথেষ্ট পরিমাণে নিরাপত্তা থাকবে বলেও জানিয়েছেন রাহুল।
মহেশ ভাট ও কিরণ ভাটের ছেলে হলেন রাহুল। রাহুল সম্পর্কে পূজা ভাটের ভাই। তিনি পেশায় একজন ফিটনেস প্রশিক্ষক। একবার বিগবসেও অংশ নিয়েছিলেন তিনি। অন্যদিকে মহেশ ও সোনি রাজদানের মেয়ে হলেন আলিয়া ভাট। কিন্তু দুই পরিবারই আলিয়া ও রণবীরের বিয়ে নিয়ে খুব উচ্ছসিত।
প্রথমে রণবীর ও আলিয়ার বিয়ে নিয়ে খবর ছড়ায় যে, উদয়পুরে বসবে বিয়ের আসর। কিন্তু পরে জানা যায় যে, মুম্বইয়ের আরকে হাউজেই বসছে এই গ্র্যান্ড ওয়েডিং। দুই পরিবারের সম্মতিতেই আরকে হাউজে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন হবু দম্পতি।
প্রথমে ডিসেম্বরে বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু আলিয়ার দাদু ও দিদার শারীরিক অবস্থা ভাল না। দুজনেরই বয়স ৯০ পেরিয়েছে। এই কারণেই বিয়ের তারিখ এগিয়ে নিয়ে এসেছেন হবু দম্পতি। বিয়ের তোরজোড় এই মুহূর্তে তুঙ্গে। শোনা যাচ্ছে, বিয়েতে আলিয়া পরবেন সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা পোশাক। অন্যদিকে রণবীর পরছেন মণীশ মালহোত্রার ডিজাইন করা পোশাক।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Alia Bhatt, Ranbir Kapoor, Ranbir Kapoor Alia Bhatt Marriage