#মুম্বই: দীর্ঘ জল্পনার অবসান। শুরু হয়ে গেল রণবীর কাপুর-আলিয়া ভাটের রাজকীয় বিয়ের অনুষ্ঠান। ১৫ এপ্রিল মুম্বইয়ে বসছে বিয়ের আসর। আজই তাঁদের মেহেন্দির অনুষ্ঠান। কী পরবেন আলিয়া-রণবীর? বিয়ের অনুষ্ঠানে কে কে নিমন্ত্রিত থাকবেন? 'রালিয়া'র বিয়ে নিয়ে চর্চার শেষ নেই।
ইন্ডিয়া টুডে-এর রিপোর্ট অনুযায়ী রণবীর কাপুর-আলিয়া ভাটের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পরিচালক করণ জোহর, সঞ্জয় লীলা বনশালী, জোয়া আখতার, ডিজাইনার মাসাবা গুপ্তা, মনীশ মালহোত্রা, বরুণ ধাওয়ান এবং তাঁর ভাই রোহিত ধাওয়ান, পরিচালক অয়ন মুখোপাধ্যায়, অর্জুন কাপুর, মনীশ মালহোত্রা, আকাঙ্ক্ষা রঞ্জন এবং তাঁর বোন অনুষ্কা রঞ্জন। শোনা যাচ্ছে উপস্থিত থাকতে পারেন বলিউড বাদশাহ শাহরুখ খান।
আরও পড়ুন: আলিয়া-রণবীরের বিয়ের অনুষ্ঠান শুরু, আজ কী কী রীতি পালন করবেন দু'জনে? জানুন...
বলিউডের বিগ ফ্যাট ওয়েডিং-এ উপস্থিত থাকবেন নীতু কাপুর, রিদ্ধিমা কাপুর শাহনি, করিনা কাপুর খান, সইফ আলি খান, করিশ্মা কাপুর, মহেশ ভাট, মুকেশ ভাট এবং সনি রাজদান। রণবীর-আলিয়ার রিসেপশন হবে দু'টো, ১৬ এবং ১৭ এপ্রিল। সেই অনুষ্ঠানে বসবে চাঁদের হাট। উপস্থিত থাকবেন শাহরুখ খান, রণবীর সিং, দীপিকা পাদুকোন, সঞ্জয় লীলা বনশালী, আদিত্য চোপড়া, অয়ন মুখোপাধ্যায়, আদিত্য রায় কাপুর, অর্জুন কাপুর, করণ জোহর।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Alia Bhatt, Ranbir Kapoor