#মুম্বই: প্রায় পাঁচ বছর সম্পর্কে থাকার পর এই সপ্তাহে গাঁটছড়া বাঁধতে প্রস্তুত রণবীর কাপুর এবং আলিয়া ভাট। তাঁরা দুজনই বিশেষ করে রণবীর ব্যক্তিগত জীবনকে লাইমলাইট থেকে দূরে রাখতে পছন্দ করেন৷ তাই অবাক হওয়ার কিছু নেই যে তাঁদের বিয়ে শুধুমাত্র পরিবার এবং বন্ধুদের উপস্থিতিতেই হবে। তবে কী পরবেন তাঁরা, তা নিয়ে জল্পনার অন্ত ছিল না৷
আরও পড়ুন: পঞ্জাবি মতেই সব অনুষ্ঠান, আলিয়া-রণবীরের বিয়ের অনুষ্ঠান শুরু চার দিন আগে থেকে!
এরই মাঝে প্রকাশ্যে এল আলিয়ার বিয়ের পোশাক৷ বলিউডের অন্য দিভাদের মতোই তিনিও সব্যসাচীরই ব্রাইড। তবে না, একটু ট্যুইস্ট আছে৷ হিন্দুস্তান টাইমসের একটি প্রতিবেদন অনুসারে, আলিয়া তাঁর এই বিশেষ দিনে সব্যসাচী মুখোপাধ্যায় এবং মনীশ মালহোত্রা- দুজনকেই বেছে নিয়েছেন৷ সব্যসাচীর ডিজাইন করা ল্যাহেঙ্গার সঙ্গে মনীশ মালহোত্রার ডিজাইন করা দোপাট্টা৷ প্রতিবেদনে বলা হয়েছে, রণবীর ও আলিয়ার বিয়ে হবে প্যাস্টেল থিমে।
হাতে রয়েছে আর চারটে মাত্র দিন। আলিয়া ভাট এবং রণবীর কাপুর আগামী সপ্তাহেই গাঁটছড়া বাঁধতে চলেছেন৷ তবে তারিখ নিয়ে কিছু জল্পনা আছে৷ কেউ বলছেন ১৭ এপ্রিল বিয়ে করবেন এই তারকা জুটি তার পর জানা যায়, আলিয়া এবং রণবীর ১৪ এপ্রিল বিয়ে করছেন৷ কঠোর গোপনীয়তা বজায় রাখা হয়েছে এই বিয়েকে নিয়ে৷
এরই মধ্যে রবিবার হবু কনের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। গাড়িতে ক্যাসুয়াল টি-শার্টে কাজ থেকে ফিরছেন নায়িকা। চোখে রোদচশমা। বিয়ের যেহেতু আর বেশি সময় হাতে নেই, তাই কিছুদিনের কাজ সেরে রাখছেন আলিয়া। বলিউড সূত্রে এমনটাই জানা গিয়েছে। রবিবার গাড়িতে আলিয়ার ছবি নেটপাড়ায় মুহূর্তে নজর কেড়েছে অনুরাগীদের। বিয়ের জল্পনার মধ্যে এই প্রথম ক্যামেরাবন্দি হলেন নায়িকা। স্বাভাবিক ভাবেই নজর কেড়েছে আলিয়ার ছবি।
বলিউড সূত্রে খবর, রণবীর কাপুর ও আলিয়া ভাটের অনুষ্ঠানেও মাত্র ৪০-৪৫ জনকেই আমন্ত্রণ জানানো হয়েছে। অতিথি তালিকায় নাম রয়েছে করণ জোহর এবং অয়ন মুখোপাধ্যায়ের। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৪ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় বিয়ের অনুষ্ঠান হবে। গায়ে হলুদের অনুষ্ঠানের কয়েক ঘণ্টা পরই বসবে বিয়ের আসর। মেহেন্দি অনুষ্ঠান ১৩ এপ্রিল অনুষ্ঠিত হবে।
আরকে ফ্যামিলি হাউজেই বসবে দুই তারকার বিয়ের আসর। মুম্বইয়ের চেম্বুরে আরকে বাঙ্গলোতে হবে বিয়ের সব অনুষ্ঠান। বিয়ের মূল অনুষ্ঠানের চারদিন আগে থেকেই শুরু হবে সেলিব্রেশন। ইতিমধ্যেই বিয়ের আসরে সাজানো শুরু হয়ে গিয়েছে বলেই খবর। ১৩ এপ্রিল থেকেই বিয়ের নানা অনুষ্ঠান শুরু হয়ে যাবে। এবং বিয়ে হবে পঞ্জাবি রীতি মেনেই। যদিও দুই পরিবারই বিয়ে নিয়ে এখনও কোনও মন্তব্য করেননি। সূত্রের খবর, 'কাপুরদের কাছে পরিবার হল তাঁদের বিশ্ব। কাপুরদের পরিবারের ঐতিহ্য বজায় রেখেই এই বিয়ে হবে।'
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।