#মুম্বই: রণবীর আলিয়ার বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গেল। এমনই খবর পাওয়া গিয়ে সূত্র মারফত। কাপুর পরিবারের যে পূর্বজ, যাঁরা প্রয়াত হয়েছেন, তাঁদের শ্রদ্ধা জ্ঞাপনের মধ্যে দিয়ে শুরু হয়েছে এই অনুষ্ঠান। আপাতত আলিয়া ভাট আর রণবীর কাপুরের বিয়ে দেশের বিনোদন জগতের সবচেয়ে বড় খবর । টানা প্রায় পাঁচ বছরের ডেটিংয়ের পরে আজ সাত পাকে বাঁধা পড়ছেন ব্রহ্মাস্ত্রের সহ-অভিনেতা রণবীর কাপুর এবং আলিয়া ভাট! শুধু বলিউড নয়, গোটা দেশের নজর এখন সেই বিয়ের দিকেই। আজ, ১৪ এপ্রিল, বেলা দুটোর সময় শুরু হয়ে গিয়েছে বিয়ের মূল অনুষ্ঠান।
বুধবারই মুম্বইয়ের পালি পাহাড়ে রণবীর কাপুরের বাসভবন বাস্তুতে প্রাক-বিবাহের উৎসব অনুষ্ঠিত হয়। করিনা কাপুর খান, করিশ্মা কাপুর, করণ জোহর, মহেশ ভাট, অয়ন মুখোপাধ্যায় এবং অন্যান্য ঘনিষ্ঠজনেরা আর-কে হাউসে পৌঁছেছেন ইতিমধ্যেই। বুধবারই বাড়িতে আসতে শুরু করেছেন অতিথিরা। ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন আলিয়া ভাটের দুই হবু ননদ, করিশ্মা কাপুর ও করিনা কাপুর।
আরও পড়ুন : নারীরা এমনকি সঙ্গীকেও বলেন না 'এই' পাঁচটি বিষয়! জানেন কোনগুলি?
রণবীর কাপুরের মা নীতু কাপুর আগেই জানিয়েছিলেন ছিলেন বিয়ে কবে। ১৪ তারিখ, মানে বৃহস্পতিবারই বিয়ে হচ্ছে (Ranbir Alia Wedding Time) আলিয়া ভাট আর রণবীর কাপুরের। ইতিমধ্যেই সঙ্গীত ও মেহেন্দির টুকরো ছবি ভেসে উঠেছে সোশ্যাল মিডিয়ায়। বিপুল আয়োজন করা হয়েছে বিয়ের। খাওয়া দাওয়ার জন্য থাকছে বিশেষ আয়োজন। পাত্র রণবীরের জন্য থাকছে জাপানি সুশি, আর আলিয়া ভাটের জন্য থাকছে ভেজ বার্গার।
আরও পড়ুন : 'হবু বউমা আলিয়া ঠিক কেমন?' বিয়ের আগেই মুখ খুললেন শাশুড়ি মা নীতু কাপুর
উল্লেখ্য, আলিয়া নিরামিষ খান, সেই কারণে নিরামিষের আয়োজন থাকছে বিপুল। তাকছে পনিরের পদ, থাকছে ডাল মাখানি। এছাড়াও মোট ৫০টি দেশের খাবারের পদ থাকছে। থাকছে চিকেন, মটনেরও আয়োজন। কথা আছে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার সময় প্রকাশ্য়ে আসবেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। বিবাহিত এই বিটাউন সেলেব্রিটিকে প্রথমবারের জন্য দেখতে পাবেন সাধারণ মানুষ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।