• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • মুম্বই ছেড়ে লন্ডনে পাড়ি দিলেন রণবীর-আলিয়া, আসছে সপ্তাহেই নাকি বিয়ে?

মুম্বই ছেড়ে লন্ডনে পাড়ি দিলেন রণবীর-আলিয়া, আসছে সপ্তাহেই নাকি বিয়ে?

২২ জানুয়ারি নাকি যোধপুরে বিয়ে হতে চলেছে রণবীর কাপুর ও আলিয়া ভাটের ৷

২২ জানুয়ারি নাকি যোধপুরে বিয়ে হতে চলেছে রণবীর কাপুর ও আলিয়া ভাটের ৷

২২ জানুয়ারি নাকি যোধপুরে বিয়ে হতে চলেছে রণবীর কাপুর ও আলিয়া ভাটের ৷

 • Share this:

  #মুম্বই: ২২ জানুয়ারি নাকি যোধপুরে বিয়ে হতে চলেছে রণবীর কাপুর ও আলিয়া ভাটের ৷ আর তা নিয়ে এক ভুয়ো বিয়ের কার্ড রীতিমতো ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায় ৷ আর এবার ভুয়ো কার্ড নয়, বরং জোর গুঞ্জন, খুব শীঘ্রই নাকি সাত পাকে বাঁধা পড়তে চলেছেন আলিয়া-রণবীর৷

  তবে শুধু বিয়ের গুঞ্জনই নয়, জোর খবর, বিয়ের শপিংয়ের জন্যই নাকি লন্ডনে উড়ে গিয়েছেন এই জুটি ৷ শোনা যাচ্ছে আগামী সপ্তাহ থেকেই নাকি বিয়ের নানা অনুষ্ঠান শুরু হবে কাপুর ও ভাট পরিবারে ৷

  তবে দুই পরিবারের থেকে বিয়ে নিয়ে কোনও মন্তব্য বা খবর পাওয়া যায়নি ৷ পুরো খবরটাই উড়ছে বলিউডের হাওয়ায় ৷

  rabu

  First published: