#মুম্বই: হাতে আর কয়েকটা মাত্র দিন! বাঙালি পয়াল বৈশাখের রাত, ১৫ এপ্রিল সাতপাকে বাঁধা পড়ছেন বলিউডের অন্যতম চর্চিত জুটি আলিয়া ভাট এবং রণবীর কাপুর। তাঁদের বিয়ে নিয়ে উত্তেজনার পারদ তুঙ্গে! বিয়েতে কারা নিমন্ত্রিত? কারাই বা তালিকা থেকে বাদ? মেনুতে কী কী থাকছে? কোন ডিজাইনারের পোশাক পরবেন আলিয়া-রণবীর? অনুষ্ঠানের এ টু জেড নিয়ে অনুরাগীদের কৌতূহলের আর শেষ নেই! এই গরমাগরম পরিস্থিতির মধ্যেই ভাইরাল হল আলিয়ার একটি পুরনো সাক্ষাৎকারের একটি বিশেষ অংশ!
একটি সাক্ষাৎকারে আলিয়াকে প্রশ্ন করা হয়েছিল, যৌন মিলনের সময় কোন ভঙ্গি তাঁর সব থেকে বেশি পছন্দের? এই প্রশ্ন সচরাচর সিংহভাগ নায়িকাই এড়িয়ে যাবেন, কিন্তু 'আলিয়া ইজ আলিয়া'! তিনি সাহসী, তিনি বোল্ড! অকপটে উত্তর দিলেন, তিনি সাধারণ মেয়ে, তাই সাধারণের দিকেই নজর বেশি। সঙ্গমের সময় ‘মিশনারি’ ভঙ্গিই পছন্দ তাঁর।
আরও পড়ুন: রণবীর-আলিয়ার বিয়েতে নিমন্ত্রিত মাত্র ২৮ জন? বিয়ের তথ্য ফাঁস করলেন কনের ভাই
আলিয়ার ভাই রাহুল ভাট জানিয়েছেন, বিয়েতে নিমন্ত্রিত থাকবেন মাত্র ২৮ জন। এঁদের মধ্যে অধিকাংশই পরিবারের সদস্য় বলে জানিয়েছেন তিনি। মুম্বইয়ের চেম্বুরে আরকে হাউজে আলিয়া ও রণবীরের বিয়ের আসর বসবে। একটি বড় বাসে করে তাঁরা সবাই আরকে হাউজে পৌঁছবেন বলে জানা যাচ্ছে। বাসে যথেষ্ট পরিমাণে নিরাপত্তা থাকবে বলেও জানিয়েছেন রাহুল। তিনি নিজেই নিরাপত্তা ব্যবস্থার দেখাশোনা করবেন। পেশায় স্বাস্থ্য-প্রশিক্ষক তথা অভিনেতা রাহুলের বক্তব্য, ড্রোন উড়িয়ে আকাশপথেও লাগাতার নজরদারি চলবে। ২০০ জন বাউন্সারকেও নিযুক্ত করা হয়েছে। বিয়ের কোনও খবর বা ছবি যাতে বাইরে ফাঁস না হয়, তার জন্য যাবতীয় চেষ্টা চালাচ্ছেন ভাট এবং কাপুর পরিবারের সদস্যরা।
আরও পড়ুন: সুহানা-আব্রামকে নিয়ে সফরে শাহরুখ খান, গাড়ি চালালেন নিজেই! দেখুন ভাইরাল ছবি
শোনা যাচ্ছে, বিয়ের পরই 'রালিয়া' হনিমুনে উড়ে যাবেন! প্রথমে ঠিক ছিল দক্ষিণ আফ্রিকার জঙ্গলেই 'জঙ্গুলে' মধুচন্দ্রিমা যাপন করবেন, কিন্তু রণবীরের নতুন ছবি ‘অ্যানিমাল’-এর কাজ কাঁটা হয়ে দাঁড়াল। ২১ এপ্রিল থেকেই নতুন ছবির কাজে ফিরতে হবে রণবীরকে। কাজেই আপাতত দক্ষিণ আফ্রিকায় হনিমুনের প্ল্যান স্থগিত!
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।