#হায়দরাবাদ: প্রথমে হিনা হেলমেটে গাড়ি চালিয়ে ট্রাফিক আইন লঙ্ঘন, জরিমানা হওয়ার পর আবার সেই ট্রাফিক পুলিশকে চুমুকে খেতে চেয়ে ট্যুইট! একটা কাণ্ড ঘটালেন বটে পরিচালক রাম গোপাল বর্মা ৷ ঘটনাটা একটু খোলসা করা যাক ৷
গত শনিবার ট্যুইটারে একটি ভিডিও আপলোড করেছিলেন রাম গোপাল ৷ সেখানে দেখা যায়, একটি রয়্যাল এনফিল্ড বাইকে তিনজন বসে রয়েছেন ৷ একেবারে শেষে বসেছেন রাম গোপাল নিজে ৷ সঙ্গে ছিলেন আরও দুই পরিচালক অজয় ভূপতি ও অগ্যস্ত। কারও মাথায় হেলমেট নেই ৷ নিজেই জানিয়েছেন, হায়দরাবাদের মুসাপেতে তেলুগু ছবি ‘আইস্মার্ট শঙ্কর’ দেখতে যাচ্ছেন তিনি ৷ তবে বিতর্ক শুরু অন্য জায়গায় ৷ ওই ভিডিও পোস্ট করে ট্রাফিক পুলিশকে খোঁচা মেরে বর্মা লেখেন,‘‘পুলিশ কোথায়? মনে হয় তারাও হলের ভেতরে আইস্মার্ট শঙ্কর দেখতে ব্যস্ত ৷’’
Where is the Police? ..I think they are all inside the theatres watching #issmartshankar @purijagan @Charmmeofficial @ramsayz @NabhaNatesh @AgerwalNidhhi pic.twitter.com/YrItS0O6wh
— Ram Gopal Varma (@RGVzoomin) July 20, 2019
এরপরেই রীতিমতো শোরগোল পড়ে যায় ৷ বিষয়টি নজরে পড়ে হায়দরাবাদ পুলিশেরও ৷ তাঁরাও পাল্টা ট্যুইট করেন ৷ লেখেন, ‘‘ট্রাফিক আইন লঙ্ঘন করা অপরাধ। অভিযোগ দায়ের করার জন্য ধন্যবাদ। আশা করব আপনি নিজেও আইন মেনে চলবেন। তবে শুধু হলে নয়। পুলিশ এমন নাটক রাস্তাতেও প্রতিদিন দেখে। ভিডিওটিই তার উদাহরণ ৷’’ বাইকের মালিক বি.দিলীপ কুমারের নামে ১৩৩৫ টাকার জরিমানা করে সেই ছবিও পোস্ট করে পুলিশ।
Thanks @RGVzoomin for reporting Traffic Violations. We expect the same responsibility in actually following the Traffic rules your self. By the way, why only theaters?, Traffic Police see a lot of drama, circus like below on roads every minute. pic.twitter.com/fCT3FFRQ9b
— CYBERABAD TRAFFIC (@CYBTRAFFIC) July 20, 2019
এরপর ফের আসরে নামেন পরিচালক ৷ সেখানে, ‘‘আই লভ ইউ ৷ এই অসাধারণ কাজের জন্য আমি তোমাদের এক টানা ৩৯ দিন চুমু খেতে চাই ৷ যদি আমার দ্বিতীয় কোনও মেয়ে থাকত, তাহলে তাঁর সঙ্গে আমি পুলিশের বিয়ে দিতাম ৷’’
@cyberabadpolice gaaru, I loveeeee uuuuuuuuu and I want to kiss u non stop for 39 days for the fantaaaaastic work u are doing and if I had a second daughter I would have requested u to be my son in law https://t.co/LNcU2vsS0e
— Ram Gopal Varma (@RGVzoomin) July 20, 2019