#মুম্বই: রাখি সাওয়ান্ত (Rakhi Sawant) হলেন বলিউডের তুবড়ি বা বলা যেতে সব থেকে চটকদার নায়িকা। কেরিয়ারের শুরু থেকেই রাখি মানুষকে অবাক করে এসেছেন তাঁর কথায়। বহু ছবিতে তিনি শাহরুখ থেকে সলমনের সঙ্গে পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন। চটকদার আইটেম ডান্সে তাঁর জুরি মেলা ভার। এ হেন রাখি মাঝে মধ্যেই সকলের নজর কাড়েন নিজের জীবনের ঘটনা সামনে এনে।
কিছুদিন আগেই বিগবসের ঘর থেকে ফিরেছেন অভিনেত্রী। সেখান থেকে ফিরেই মায়ের ক্যানসারের চিকিৎসা নিয়ে দৌড়াদৌড়ি শুরু করেছিলেন। এখন মা সুস্থ। তাই কিছুটা স্বস্তিতে রাখি। কিন্তু চুপচাপ থাকা তাঁর স্বভাব নয়। নিজেকে নিজেই মজার পাত্রী বানান তিনি। তবে একথা ঠিক রাখিকে বলিউডে হেনস্থা কিন্তু কম করা হয়নি। কখনও ইংরেজি জানেন না বলে কথা শোনানো, তো আবার কখনও মোটা , বাজে দেখতে এসব কথাও শুনতে হয়েছে। তবে সেসবে দমে যাওয়ার পাত্রী রাখি নন।
View this post on Instagram
কিছুদিন আগে রাখি ঘোষণা করেছিলেন তাঁর নাকি বিয়ে হয়ে গিয়েছে। রিতেশ নামের এক ব্যবসায়ীর সঙ্গে। মাথা ভর্তি সিঁদুর পরে মিডিয়ার সামনে এসে ঘোষণা করেছেন তিনি। কিন্তু যেই তাঁকে বলা হয়েছে রিতেশ কই? মুখ ছোট হয়ে গিয়েছে। রিতেশের একটা ছবি পর্যন্ত দেখাতে পারেননি রাখি। সেই রাখিই একটি সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, যে এবার নাকি ফের বিয়ে করতে চলেছেন তিনি। পাত্র সেই রিতেশ। কিন্তু কেন? তাতে রাখির জানিয়েছেন, রিতেশের আগে থেকেই বিয়ে ছিল, দুই সন্তান রয়েছে। তাই কখনও সে সামনে আসেনি। কিন্তু এবার সব কিছু ছেড়ে রাখির হাত ধরবেন রিতেশ। সবার সামনে ফের রাখিকে বিয়ে করবেন তিনি। যদিও এই কথা শোনার পর ফের চর্চা শুরু হয়েছে। সকলেই বলছেন ফের কিছু মিথ্যে কথা বলছেন হয়ত নায়িকা। সে যাই হোক হোলতে কিন্তু রাধা সেজে দারুণ নেচেছেন রাখি। সেই ভিডিও শেয়ারও করেছেন। যা দেখে মানুষ আবার আনন্দে ভেসেছে। রাখি নিজের জীবনে যাই করুন না কেন, মানুষকে খুশি করতে তিনি জানেন। হোক না মজার ছলে, তাতে কি !