#মুম্বই: ফের খবরের শিরোনামে বলিউডের কন্ট্রোভাশিয়াল ক্যুইন রাখী সাওয়ান্ত ৷ শুধু এবারই নয় বারেবারে ঘুরে ফিরে তিনি চর্চায় থাকেন ৷ সব থেকে বড় চর্চায় রাখী এসেছিলেন যখন তিনি তাঁর ঘনিষ্ঠ বন্ধুকে বিয়ে করেছিলেন ৷ শুধুই সেখানে শেষ নয় তারপরে নতুন বউয়ের বেশে সোশ্যাল মিডিয়ায় কাঁপিয়েছিলেন ৷ তিনি তাঁর স্বামীর সঙ্গে পরিচয়ও করাননি একই সঙ্গে তাঁর বিয়ের কোনও ছবিই কেউ দেখেননি ৷
তবুও বিয়ের পরেও রাখী সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় ৷ সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি বোল্ড ছবি শেয়ার করেছেন রাখী সাওয়ান্ত ৷ সেখানে এক জনের সঙ্গে বেশ ঘনিষ্ঠ দৃশ্যতে দেখতে পাওয়া গিয়েছে রাখীকে ৷ ভিডিওটি দেখে কোনও ছবি বা মিউজিক ভিডিওর অংশবিশেষ বলে মনে করা হচ্ছে ৷ এখন তিনি সেই শ্যুটিং-এই ব্যস্ত রয়েছেন ৷ রাখী ভিডিওটি শেয়ার করেছেন কিন্তু সেই ভিডিওর বিষয়ে কিছুই জানাননি ৷ ভিডিওতে তিনি জানাননি নায়কের নামও ৷ তবে ভিডিওর ক্যাপশানে তিনি নায়ককে ঠান্ডা বলে লিখেছিলেন ৷ ভিডিওতে লাল পোশাকে মরুঝড় তুলেছিলেন তিনি ৷ ভিডিওতে বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্য রয়েছে ৷
মনে করাচ্ছে বিয়ের পরে তিনি ফের কাজের জগতে ফিরেছেন ৷ কিছুদিন আগে তিনি জিটিভির আসন্ন একটি ধারাবাহিকের ক্লিপিংস শেয়ার করেছিলেন ৷ যেখানে শাঁকচুন্নির ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে ৷ এছাড়াও ব্যাঙ্কেকের একটি ভিডিওতেও তাঁকে দেখতে পাওয়া গিয়েছিল ৷ আঁখ মারে জনপ্রিয় হিন্দি গানে নেচেও ছিলেন ৷ গত বছর জুলাই মাসে রাখী বিয়ে করেছিলেন ৷ স্বামী সম্বন্ধে এটুকুই রাখী জানিয়েছিলেন যে ব্যবসা বাণিজ্য করেন ৷ তবুও ঠিক কেউই এখনও পর্যন্ত জানেনা রাখী স্বামী কে ?
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Rakhi Sawant