• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • RAKHI SAWANT SECRET WEDDING PHOTO VIRAL IT IS A PHOTOSHOOT SAYS ITEM GIRL OF BOLLYWOOD AN

চুপিচুপি বিয়েটা সেরেই ফেললেন রাখী সাওয়ান্ত ! গুঞ্জন সোশ্যাল মিডিয়ায়

অবশেষে বিয়ের পিঁড়িতে রাখী সাওয়ান্ত !

অবশেষে বিয়ের পিঁড়িতে রাখী সাওয়ান্ত !

 • Share this:

  #মুম্বই: বলিউডের আইটেম গার্ল ফের খবরে শিরোনামে এসেছেন ৷ এইবার বিয়ের খবরে সরগরম হয়েছে সংবাদ মাধ্যম থেকে সোশ্যাল মিডিয়া ৷ কোনও একটি সময়ে টেলিভিশনের রিয়্যালিটি শোয়ের বিশেষ মুখ ছিলেন রাখী সাওয়ান্ত ৷ কথা উঠেছিল বিজয়ীর সঙ্গে বিয়ে করবেন রাখী ৷ তবে পরে এমনটা ঘটেনি ৷

  সংগৃহীত ছবি ৷ সংগৃহীত ছবি ৷

  এরপরে গত বছরই ইন্ডিয়া গট ট্যালেন্ট প্রতিযোগিতার প্রতিযোগী দীপক কলালের সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলন করেছিলেন ৷ পরে জানতে পারা গিয়েছিলে নিছকই প্রচারের আলোতে আসার জনই রাখী এমনটা করেছিলেন ৷

  সংগৃহীত ছবি ৷ সংগৃহীত ছবি ৷

  এরপরেও রাখীর উপরে আগ্রহ অনেকেরই কমেনি ৷ একটি সাংবাদপত্রে প্রকাশিত খবরের ভিত্তিতে জানা গিয়েছিল ২৮ জুালই রাখীর বিয়ে হতে পারে ৷ এমনিতেই বিলউডি খবর নিয়ে অনেক ধরনের বিতর্ক থেকেই থাকে ৷ একটি ওয়েবসাইটের খবর থেকে জানা গিয়েছে রাখী যাঁকে বিয়ে করেছেন তিনি আদতে এনআরআই ৷

  সংগৃহীত ছবি ৷ সংগৃহীত ছবি ৷

  সম্প্রতি মুম্বইয়ের একটি পাঁচতারা হোটেলে অবিনেতা রাহুল বোসকে ২টি কলার বিল হিসাবে ৪৪২ টাকা বিল করে জরিমানার মুখে পড়েছে জে ডব্লিউ মেরিয়টের কর্তৃপক্ষ ৷

  তবে রাখীর বিয়ের প্রসঙ্গে জিজ্ঞাসা করলে জানা গিয়েছে এই বিয়ের থবি আসলে একটি ব্রাইডাল ফটোশ্যুট ছিল ৷

  সংগৃহীত ছবি ৷ সংগৃহীত ছবি ৷

  তিনি কনের বেশে ছবি ইনস্টাগ্রামে সেয়ার করেছিলেন ৷ তবে ছবি শেয়ার করে বিয়ের বিষয়ে কিছু উল্লেখ করেননি রাখী সাওয়ান্ত ৷ গতবারের মত এইবারেও তাঁর বিয়ের গসিপ ছাড়া আর কিছুই নয় ৷

  First published: